Advertisement
Advertisement

Breaking News

Andhra Pradesh

নেশায় বুঁদ, বিদ্যুতের খুঁটিতে উঠে তারের উপরেই শুয়ে পড়লেন যুবক! তারপর…

যুবকের কীর্তি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তদন্তে নেমেছে পুলিশ।

Drunk man climbs electric pole in Andhra Pradesh
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 2, 2025 5:44 pm
  • Updated:January 2, 2025 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদের নেশায় চুর হয়ে লোকে কত কাণ্ডই না ঘটায়। মাঝেমধ্যেই যা ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। এবার নেশার ঘোরে বিদ্যুতের খুঁটির উপর চড়ে বসলেন অন্ধ্রপ্রদেশের এক যুবক। শুধু তাই নয়, বিদ্যুতের তারের উপর শুয়েও পড়েন! দেখলে মনে হবে, যেন আরাম করে রোদ পোহাচ্ছেন। কিন্তু এই দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ আশপাশের লোকজনের।

জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের মান্যম জেলায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুবক টলতে টলতে বিদ্যুতের খুঁটির উপর উঠে পড়েন। তারপর তারের উপর শুয়েই পড়েন। ঠিক যেন বাড়ির বিছানা। টানটান হয়ে মাথায় হাত দিয়ে শুতে দেখা যায় তাঁকে। নিচ থেকে লোকজন চিৎকার করলেও কোনও কিছুই তাঁর কানে পৌঁছয়নি। কিন্তু যুবককে উঠতে দেখেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ।

Advertisement

এমন দৃশ্য দেখে আত্মারাম খাঁচা স্থানীয়দের। এরপর যুবককে নামাতে পথচলতি মানুষ ছুটে আসেন। বহু কষ্টের পর সেখান থেকে তাঁকে নামান স্থানীয়রাই। কিন্তু তখনও কোনও হুঁশ ছিল না ওই যুবকের। অনেকেই গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করেন। এভাবেই সোশাল মিডিয়ায় (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) যুবকের কীর্তি ভাইরাল হতেই তদন্তে নেমেছে পুলিশ। তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে স্থানীয়দের তৎপরতায় এই যাত্রায় রক্ষা পেলেন ওই মদ্যপ যুবক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement