সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোটি টাকার পেশাদার ‘কুস্তি’ প্রতিযোগিতা ডাব্লুউ ডাব্লুউ ই-র রিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! উত্তেজিত বচসার পর ডাব্লুউ ডাব্লুউ ই মঞ্চে পরিচিত মুখ ভিন্স ম্যাকমোহনের মাথা কামিয়ে দিচ্ছেন তিনি! এমনটাও সম্ভব? মার্কিন প্রেসিডেন্ট কেন ডাব্লুউ ডাব্লুউ ই-র মঞ্চে থাকবেন? ব্যাপারটা কী?
ঘটনা জানতে প্রায় অর্ধশতক পিছোতে হবে। গত শতাব্দীর আটের দশকে ধনকুবের শিল্পপতি ট্রাম্প ডাব্লুউ ডাব্লুউ ই রেসলেম্যানিয়া চার এবং পাঁচে বিরাট পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিলেন। সেই সময় থেকেই ম্যাকমোহন এবং তাঁর স্ত্রী লিন্ডার সঙ্গে বন্ধুত্ব ট্রাম্পের। উল্লেখ্য, এই লিন্ডা ছিলেন তখন রেসলিং কোম্পানি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডাব্লিউ ডব্লিউ ই)-র সিইইউ। সম্প্রতি সেই পুরনো বন্ধু লিন্ডাকে আমেরিকার শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন রিপাবলিকান নেতা। ট্রাম্পের এই সিদ্ধান্তে অনেকে অবাক হয়েছেন। কারণ লিন্ডা ম্যাকমাহন দীর্ঘদিন ধরে বিনোদন ও ব্যবসা জগতে সক্রিয়। মার্কিন প্রেসিডেন্টের সমর্থকরা অবশ্য বলছেন, লিন্ডার মনোনয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের শিক্ষা নীতি এবং দেশব্যাপী শিক্ষামূলক সংস্কারে এক নতুন দিক উন্মোচন করতে পারে।
আসলে লিন্ডার সংবাদ বাজারে আসতেই ১ এপ্রিল, ২০০৭ সালের একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ঘটনাটি রেসলেম্যানিয়া ২৩-এর। ‘কোটিপতিদের যুদ্ধে’ ভিন্স ম্যাকমোহনের সঙ্গে বাদানুবাদের পরে তাঁর মাথা কামিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তৎকালীন ধনকুবের ব্যবসায়ী, বর্তমানে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.