Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

পাকিস্তানের রাস্তায় ক্ষীর বিক্রেতা ট্রাম্প! আমেরিকার রাজপাট ছেড়ে এ কী কাণ্ড হবু প্রেসিডেন্টের?

এর আগে তাঁকে জন্মদাতা বাবা হিসাবে সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন এক পাক তরুণী।

Donald Trump lookalike Kheer in Pakistan

ছবি- রয়টার্স

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 15, 2025 8:54 pm
  • Updated:January 15, 2025 8:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার কথা তাঁর। কিন্তু এ কী কাণ্ড। পাকিস্তানের রাস্তায় ক্ষীর বিক্রি করছেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! এর আগে তাঁকে জন্মদাতা বাবা হিসাবে সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন এক পাক তরুণী। কিন্তু এবার ব্যাপার ঠিক কী? আমেরিকার রাজপাট ছেড়ে পাকিস্তানের রাস্তায় কী করছেন তিনি? 

বিষয়টা একটু খোলসা করা বলা যাক। ছবি দেখে চোখ ধাঁধিয়ে গেলেও এই ব্যক্তি আদলে ট্রাম্প নন। পাকিস্তানের শাহিওয়ালে তাঁকে ক্ষীর বিক্রি করতে দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। ৫৩ বছরের এই বিক্রেতার নাম সেলিম বাগ্গা। সুস্বাদু ক্ষীর বিক্রির পাশাপাশি গানের গলাও বেশ সুরেলা সেলিমের। জানা গিয়েছে, তাঁর গান শুনে অনেকেরই নজর যায় দোকানের দিকে। সামনেই যেতেই চমকে ওঠেন তাঁরা। সেলিমকে তো প্রায় ট্রাম্পের মতো দেখতে। ক্ষীর খেতে খেতে তাঁর সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়।

Advertisement

ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন সেলিম। তেমনই এক ক্রেতা মহম্মদ ইয়াসিনের কথায়, “ওঁর গান শুনে আমরা এখানে চলে আসি। দেখি, তাঁকে একদম ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে। দেখলে মনে হবে, সুদূর আমেরিকা থেকে স্বয়ং ট্রাম্পই আমাদের দেশে এসে ক্ষীর বিক্রি করছেন। তবে এই ক্ষীর কিন্তু খেতে বেশ সুস্বাদু।” এই বিষয়টি কিন্তু বেশ উপভোগ করেন সেলিম। তিনি যেন এখন সেলিব্রেটি হয়ে উঠেছেন। সবসময় তাঁর মুখে একগাল হাসি।

ক্রেতাদের গান শোনাতে শোনাতেই সেলিম বললেন, “সকলে বলেন আমাকে ট্রাম্পের মতো দেখতে। আমার বিষয়টি বেশ ভালোই লাগে। তিনি তো নির্বাচনে জিতেছেন। তাঁকে অনুরোধ, একবার পাকিস্তানে এসে আমার হাতের ক্ষীর খেয়ে দেখুন। আপনি নিরাশ হবেন না।” প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পরেই একটি ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সেখানে এক মহিলা নিজেকে ট্রাম্পের মেয়ে বলে দাবি করেন। ঝড়ের বেগে সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। ফলে ‘পাক-যোগ’ যেন পিছু ছাড়ছে না ট্রাম্পের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement