Advertisement
Advertisement

রানওয়েতে লেজ উঁচিয়ে ঘুরছে কুকুর! গোয়ায় অবতরণ বাতিল করে বেঙ্গালুরু ফিরল বিমান

বিমান অবতরণের আগের মুহূর্তে রানওয়েতে ঢুকে পড়ল কুকুর।

Dog Enters Goa Airport Runway, Forces Flight To Return | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 14, 2023 4:58 pm
  • Updated:November 14, 2023 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও রকম যান্ত্রিক গোলোযোগ ছিল না বিমানে, আবহাওয়াও ছিল যাকে বলে চমৎকার। তবু গোয়া বিমানবন্দরে অবতরণ না করে বেঙ্গালুরু ফিরল ভিস্তারার একটি বিমান। বাধ্য হয়েই একাজ করলেন পাইলট। নেপথ্য এক সারমেয়। বিমান নামার আগেভাগে এয়ার ট্রাফিক কন্ট্রোলার খেয়াল করেন, রানওয়েতে লেজ উঁচিয়ে দৌঁড়ে বেড়াচ্ছে একটি কুকুর। তিনি সতর্ক করেন পাইলটকে। বাধ্য হয়ে বিমান ঘুরিয়ে বেঙ্গালুরু ফিরে যায় বিমানটি।

মঙ্গলবার ভিস্তারা কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে। সেখানে বলা হয়েছে, সোমবার বেলা ১২টা ৫৫ নাগাদ বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভিস্তারা UK 881 বিমানটি। গোয়ায় অবতরণ না করে দুপুর ৩টে ৫ মিনিট নাগাদ বেঙ্গালুরুতেই ফিরে যায় উড়ান। এর জন্য দায়ী একটি কুকুর।

Advertisement

 

[আরও পড়ুন: সরকারি হাসপাতালের এ কী হাল! খাবারে ঘুরছে ইদুঁর, ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক]

বিমান অবতরণের ঠিক আগের মুহূর্তে রানওয়েতে ঢুকে পড়ে ওই কুকুরটি। যা নজরে পড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের। তিনি পাইলটকে সতর্ক করেন। আকাশে কিছুক্ষণ অপেক্ষার পরামর্শ দেন। এর পর কতকটা বাধ্য হয়েই গতিপথ বদলে বেঙ্গালুরু বিমানবন্দরে ফিরে যায় বিমানটি। এর পরে অবশ্য বিমানের জন্য জায়গা ছেড়ে দেয় কুকুরটি। ফলে ঘণ্টা দুয়েক পর ৪টা ৫৫ নাগাদ বেঙ্গালুরু থেকে ফের যাত্রী বোঝাই বিমানটি গোয়ার উদ্দেশে রওনা দেয়। ৬টা ১৫ নাদাগ গোয়া বিমানবন্দরে নামে ভিস্তারার বিমান।

[আরও পড়ুন: লাদাখে বড়সড় ভূমিকম্প, কাঁপল কার্গিল-সহ একাধিক এলাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement