সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসক হলেন মাটি-পৃথিবীর ঈশ্বর! চিকিৎসা পরিষেবা নিয়ে হাজার অভিযোগের পরেও অধিকাংশ মানুষ এমনটা বিশ্বাস করেন আজও। কারণ বিশ্বরাজ ভামেলার মতো চিকিৎসক রয়েছেন আমাদের আশাপাশে। যাঁর পাঁচ ঘণ্টার লড়াই বাঁচিয়ে দিল ৪৩ বছরের যুবককে। ইংল্যান্ড থেকে ভারতে ফেরার পথে দু-দু’বার মাঝআকাশে হৃদরোগে আক্রান্ত হন যুবক। বিমানের এমারজেন্সি কিট ব্যবহার করে, কার্যত খালি হাতে ওই যুবককে বাঁচান ডাক্তার ভামেলা।
বার্মিংহাম ইউনিভার্সিটি হাসপাতালে হেপাটোলজিস্ট ডাক্তার বিশ্বরাজ ভামেলা। লিভার, প্যাংক্রিয়াস, গলব্লাডার ইত্যাদির বিশেষজ্ঞ। এদিন এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India) মাকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু (Bengaluru) ফিরছিলেন। তাঁর সামনেই সহযাত্রী যুবক হৃদরোগে আক্রান্ত হন। চুপ করে বসে থাকতে পারেননি ভামেলা। সাধ্য মতো সাহায্য করতে এগিয়ে আসেন। যদিও তিনি হৃদরোগ বিশেষজ্ঞ নন। তাছাড়া সঙ্গে ছিল না ওষুধ ইত্যাদি। তথাপি লড়াই চালাতে প্রথমে বিমানের এমারজেন্সি কিট চেয়ে নেন তিনি। তা থেকে কাজে লাগাতে পারেন কেবল অক্সিজেন। তবে ক্রমাগত হাতের চাপে হৃদযন্ত্র পাম্প করে যান তিনি। কৃত্রিম ভাবে শ্বাস চালান রোগীর।
এদিকে অসাধ্য সাধন করে নিজেকেই যেন চমকে দিয়েছেন ডাক্তার বিশ্বরাজ ভামেলা। তিনি বলেন, “আমি যখন যুবককে বাঁচানোর চেষ্টা করছি আমার মা তখন হাউহাউ করে কাঁদছেন। আমি তো হৃদরোগ বিশেষজ্ঞ নই। ডাক্তারি পড়ার শুরুতে প্রাথমিক পাঠ ছিল। সেটুকুই। তাই বলে ৪০ হাজার ফুট উচ্চতায়! গত সাত বছর ডাক্তারি করছি। এমন পরিস্থিতি পড়লাম প্রথমবার।” নিজেই জানান, “মুম্বই বিমান নামার সময় যুবক কিছুটা ধাতস্থ হয়। কথা বলতে পারছিল। আমাকে বলে, আপনি আমার জীবনে বাঁচিয়েছেন। এই ঋণ শোধ করতে পারব না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.