সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর ভারতে টাকার মালা পরে বিয়ে করতে যাওয়ার রেওয়াজ আছে। বহুমূল্য মালা পরেন বর। দিল্লির (Delhi) এক যুবকও টাকার মালা পরে বিয়ে করতে যাচ্ছিলেন। তাঁর গলায় ছিল ৫০০ এবং ২০০০ টাকার নোটের বিশাল এক মালা। মোট অর্থের পরিমাণ ছিল ১ লক্ষ টাকা। আচমকা সেই মালা ছিনিয়ে স্কুটি চেপে পালাল ২ ছিনতাইবাজ। ঘটনা বোঝামাত্র তাদের পেছনে ধাওয়া করে বরযাত্রীদের অনেকে। যদিও দুই যুবকের নাগাল পায়নি তাঁরা।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি দিল্লির জগৎপুরী এলাকার। এদিন বিয়ে ছিল অনু গুপ্ত-র। পটপড়গঞ্জ রোডের বাসিন্দা তিনি। তাঁর গলায় নগদ ১ লক্ষ টাকার মালা ছিল। ‘বরাতে’ তাঁর সঙ্গে ছিলেন বরযাত্রীরা। আচমকাই সেখানে স্কুটি নিয়ে হাজির হয় ২ ছিনতাইবাজ। ভিড়ের মধ্যে বরের গলা থেকে হ্যাঁচকা টানে নোটের মালা নিয়ে পালায় তারা। বর চিৎকার করে উঠলে বেশ কয়েকজন বরযাত্রী ধাওয়া করে দুষ্কৃতীদের। যদিও ধরা যায়নি তাদের।
এমন ঘটনায় মুষড়ে পড়েন অনু এবং তাঁর পরিবারের লোকেরা। পরে পুলিশে অভিযোগ দায়ের করেন অনু। ৮০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গীতা কলোনি থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার নাম জসমিত। তাকে জেরা করে অন্য অভিযুক্ত রাজীবের খোঁজ মেলে। যদিও এখনও অবধি তাকে গ্রেপ্তার করতে পারেনি দিল্লি পুলিশের আধিকারিকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.