Advertisement
Advertisement
Cursed tomb

খোঁজ মিলল প্রাচীন ‘অভিশপ্ত’ সমাধির, রক্ত-লাল অক্ষরে লেখা ‘খুলবেন না!’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রহস্যময় সমাধির ছবি।

Cursed tomb discovered at UNESCO World Heritage site in Israel with blood-red warning | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 15, 2022 1:40 pm
  • Updated:June 15, 2022 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রূপকথার গল্পে নায়ক বা নায়িকা প্রাচীন সমাধিস্থলে (Tomb) পৌঁছে এমন সতর্কবাণীর মুখোমুখি হত। হয়তো নির্দিষ্ট সমাধির গায়ে লেখা- “এই সমাধিপ্রস্তর ছুঁলেই মারাত্মক বিপদ! যে এই সমাধিকে অপবিত্র করবে মুহূর্তে তার উপরে নরক নেমে আসবে।” কিন্তু এই ঘটনা রূপকথা না। সম্প্রতি ইজরায়েলের (Israel) ইউনেস্কো স্বীকৃত ওয়ার্লড হেরিটেজ সাইটে (UNESCO World Heritage Site) একটি প্রাচীন সমাধি পাওয়া গিয়েছে, যার গায়ে বাস্তবেই লেখা সতর্কবাণী। সেই লেখা আবার ভয় ধরানো রক্ত-লাল অক্ষরের। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে ওই সমাধিপ্রস্তরের ছবি।

কিছুদিন আগে প্রত্নতাত্ত্বিকরা ইজরায়েলের গ্যালিলি (Galilee) এলাকার ইহুদি বেথ শিয়ারিম কবরস্থানের মধ্যে আবিষ্কৃত একটি গুহায় ওই সমাধিটি খুঁজে পান। বিশেষজ্ঞদের মতে, এটি গত ৬৫ বছরের মধ্যে ওই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আবিষ্কৃত প্রথম সমাধি। তার গায়েই হিব্রু ভাষায় রক্ত-লাল রঙে লেখা রয়েছে বিশেষ সতর্কবাণী। ঠিক কী লেখা সেখানে?

Advertisement

[আরও পড়ুন: মমতার ডাকা বৈঠকে আসছে কংগ্রেস, থাকবে না আপ-টিআরএস-অকালি দল!]

টাইমস অফ ইজরায়েল জানিয়েছে, প্রস্তরখণ্ডের গায়ে হিব্রুতে লেখা রয়েছে, “জেকব শপথ করেছিলেন, যে এই সমাধিটি খুলবে সে অভিশপ্ত হবে।” উল্লেখ্য, টুইটারে রহস্যময় সমাধির ছবি-সহ পোস্ট করা হয় স্টেট অফ ইজরায়েলের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। তারপরেই হইচই পড়ে যায় নেটিজেনদের মধ্যে। ওই পোস্টে রহস্য বাড়িয়ে দিয়ে লেখা হয়, “যে জিনিসগুলি কখনই খুলবেন না: প্যান্ডোরার বাক্স-বাড়ির ভিতরে রাখা ছাতা-প্রাচীন কবর। গ্যালিলিতে ১ হাজার ৮০০ বছরের পুরনো একটি কবরে জেকব দ্য কনভার্ট নামের একজন ইহুদি ব্যক্তির নাম করে সতর্কবাণী লেখা হয়েছে। মানুষ যাতে এই কবর না খোড়ে তার জন্য সতর্কবাণীটি লেখা হয়।”

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে নেই আইনের শাসন, বুলডোজার ইস্যুতে ‘সুপ্রিম’ হস্তক্ষেপ চেয়ে চিঠি বিচারপতিদের]

এই বিষয়ে ইজরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয় এবং প্রত্নতাত্ত্বিক বিষয়ে দেখভাল করা মন্ত্রক এক যৌথ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, সমাধিটি প্রাচীন রোমান যুগের শেষের দিকের, বাইজেন্টাইন যুগের প্রথম দিকের। ইতিহাসবিদরা সমাধি ও সতর্কবাণী সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement