সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচ্ছা কন্ডোম কেন ব্যবহার করা হয়? প্রশ্ন শুনে অবাক হচ্ছেন! আধুনিক সমাজে কম বেশি সবাই এটা জানেন কন্ডোমের আসল ব্যবহার কী? এটা নিয়ে তাই আলাদা করে কিছুই বলার নেই। কিন্তু মাছ ধরতে, মদ তৈরিতে আবার চুল বাঁধার কাজেও কন্ডোম ব্যবহৃত হয়, এটা আপনার জানা ছিল কি? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।
এক কথায় একেই বোধহয় বলে ‘আবিষ্কার’। ‘আবিষ্কার’ ছাড়া আর কোনও শব্দবন্ধনী এখানে দেওয়া কার্যত অসম্ভব। কাস্ত্রোর দেশ কিউবার বাসিন্দারা এমনই নানা কাজে ব্যবহার করছেন কন্ডোম। সুরক্ষিত যৌন জীবনের জন্য কন্ডোম খুবই গুরুত্বপূর্ণ৷ সমীক্ষা অনুযায়ী, ক্যারিবিয়ান দেশগুলিতেই কন্ডোমের ব্যবহার সবচেয়ে বেশি৷ ওই দেশগুলিতে তা যথেষ্ট সহজলভ্যও বটে৷ দামেও সস্তা৷ তাই কন্ডোমকে নানা কাজে ব্যবহার করতে শুরু করেন কিউবার বাসিন্দা৷
মেক-আপ আর্টিস্ট সান্দ্রা হার্নান্ডেজ জানান, ‘‘অনেক সময়ে বহু মহিলাই, কোনও অনুষ্ঠানের আগে তাঁর কাছে চুল বাঁধতে আসেন৷ সরঞ্জাম কম থাকার জন্য স্টাইল করতে না পারলে দুঃখ পান তাঁরা৷ তাই বাধ্য হয়েই কন্ডোমকে চুল বাঁধার কাজে ব্যবহার করি৷ তাতে স্টাইলও হল৷ কন্ডোম দিয়ে বাঁধা চুল সহজে খোলেও না৷’’ শুধু চুল বাঁধার কাজেই নয়, জন্মদিনের অনুষ্ঠানে কন্ডোমকে বেলুন হিসাবেও ব্যবহার করা হয়৷ এক মৎস্যজীবী জানান, বড় মাছ ধরার ক্ষেত্রেও অনেক সময় কন্ডোম ব্যবহার করা হয়৷ এমনকী, নদীতে ভেসে চলা নৌকার গায়ে ছিদ্র দেখা দিলে, তা সারানোর ক্ষেত্রে মুশকিল আসান করছে ওই কন্ডোমই৷
৬৫ বছর বয়সি কিউবান নাগরিক অরেস্তেস ইস্তেভেজ মদ তৈরির জন্য ব্যবহার করেন কন্ডোম। আজ থেকে নয়, বিগত ১৫ বছর ধরে কন্ডোমের ব্যবহার করেই হাভানা-সহ গোটা কিউবাতেই মদের জোগান দিচ্ছেন ইস্তেভেজ। হাভানা শহরেই মদ তৈরির কারখানা রয়েছে তাঁর। সেখানে কিশমিশ, আঙুর, কলা, পেঁপে, বিট এবং এমনকী আদা ও জলপাই প্রভৃতি ফলের মদ তৈরি করে ইস্তেভেজের পরিবার। তিনি জানান, জার বন্দি করে মদ তৈরি করার জন্য প্রথমে পাতলা কাপড়ের ব্যবহার করতেন তিনি৷ ভাল মদ তৈরির জন্য কাপড়ের বদলে অন্য কিছু ব্যবহার করেও সুফল পাননি ইস্তেভেজ। কিন্তু একদিন তিনি কন্ডোম ব্যবহার করেন৷ তাতে সবচেয়ে ভাল মদ তৈরি হয়। তারপর থেকে মদ তৈরির উৎকৃষ্ট উপাদান হিসেবে কন্ডোমের ব্যবহার করেন ইস্তেভেজ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.