Advertisement
Advertisement

Breaking News

ফটোশুট

প্রি-ওয়েডিং ফটোশুট করাতে গিয়ে নৌকা উলটে নদীতে যুগল, তারপর…

দেখুন সেই মুহূর্তের ভিডিও৷

Couple falls off canoe during pre-wedding photoshoot
Published by: Sayani Sen
  • Posted:April 19, 2019 4:58 pm
  • Updated:April 19, 2019 11:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকের যুগে বিয়ে মানে ছবি হতে হবে এক্কেবারে সিনেমার মতো৷ বিয়ের আগে, বিয়ের দিন বা সদ্য বিবাহিত যুগলের একসঙ্গে  ভাল ছবি তোলার আলাদারকম হিড়িক৷ সেই ছবি এরপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লাইক, শেয়ার, কমেন্টে টাইমলাইন ভরে না গেলে আর কীসের বিয়ে? তাই তো ফটোশুট ছাড়া কিছু ভাবতেই পারেন না হালফিলের জুটি৷ আর এই ফটোশুট করতে গিয়ে কী কাণ্ডই না ঘটালেন দু’জনে! ওই হবু দম্পতির ফটোশুটের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতে সময় নিয়েছে মাত্র দু’ঘণ্টা৷

[ আরও পড়ুন: OMG! মায়ের পেটে বক্সিং যমজ ভ্রূণের, আলট্রাসাউন্ডের ভাইরাল ভিডিওয় শোরগোল]

কেরলের থিরুভাল্লার বাসিন্দা তিজিন থানকাচেনের সঙ্গে ছনগানাচেরির শিল্পার মন দেওয়ানেওয়া হয়েছিল আগেই৷ দুটি পরিবারের সম্মতিতে আগামী ৬ মে বিয়ের দিনও ঠিক করা হয়েছে জুটির৷ প্রি-ওয়েডিং ফটোশুটের পরিকল্পনা করেছিল দু’জনে৷ পরিকল্পনা ছিল পাম্বা নদীতে নৌকা বিহার করতে করতে ছবি তুলবেন৷ সেই মতো ফটোগ্রাফারকেও বলেছিলেন৷ ছবি তোলার জন্য বেশ সেজেগুজে পাম্বা নদীতে একটি নৌকায় চড়ে বসেন তাঁরা৷ পাশ থেকে দু’জন তাঁদের দিকে জল ছুঁড়তে থাকেন৷ ঠিক যেন বৃষ্টি পড়ছে! শিল্পার মাথায় কলাপাতা ঢাকা দিয়ে কিছুটা পথ যাওয়ার পরিকল্পনা ছিল৷ সেই মতো তৈরি হল বৃষ্টির আবহ৷ মাথায় কলাপাতা ঢাকা দিয়ে এগিয়ে চলেছেন দু’জনে৷ প্রেমের আবেশে তখন তাঁদের বেশ ঘনিষ্ঠ অবস্থা৷ এভাবেই ভিডিও তুলে সবার মন জয় করবেন বলেই সাধ ওই প্রেমিক-প্রেমিকার৷ সেরকম আয়োজন হয়েছিল৷ কিন্তু মুহূর্তের মধ্যেই হোঁচট খেল তাঁদের স্বপ্ন৷ নৌকা উলটে নদীতে তলিয়ে গেলেন কপোত-কপোতী৷

Advertisement

[আরও পড়ুন: ‘চুয়াত্তরের যুবকের’ বউ চাই, বিজ্ঞাপনের সাড়ায় অবাক পাত্র]

তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন ক্যামেরাম্যানের সহযোগীরা৷ কিন্তু ততক্ষণে ক্যামেরাম্যানের কাজ শেষ৷ তিনি আবেগঘন মুহূর্ত ফ্রেমবন্দি করে ফেলেছেন৷ ওই চিত্রগ্রাহক বলেন, ‘‘তরুণ-তরুণীরা তাঁদের প্রি-ওয়েডিং ফটোশুট  করাতে চেয়েছিলেন৷ কিন্তু আমরা ভাবছিলাম যদি নতুন কিছু করা যায়৷ তাই ভেবেচিন্তেই নৌকা উলটে দেওয়া হয়৷ আপাতদৃষ্টিতে যা দুর্ঘটনা৷ তা আমরা এক্কেবার পূর্ব পরিকল্পনামাফিকই করেছি৷’’ এই ভিডিওটি নিজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ওই চিত্রগ্রাহক৷ ইন্টারনেটের দৌলতে প্রায় বিদ্যুতের গতিতে তা ভাইরালও হয়ে যায়৷ ভিডিও ভাইরাল হওয়ার পর গোটা কাণ্ড জানতে পেরেছেন তিজিন-শিল্পা৷ লাইক, শেয়ারের বন্যাায় মন ভাল হয়ে গিয়েছে তাঁদের৷ রাগ করার পরিবর্তে এমন সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য চিত্রগ্রাহককেই বারবার ধন্যবাদ দিয়েছেন হবু দম্পতি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement