সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ এক আজব চাকরি। বসে বসে ট্রেন (Train) গুনতে হবে! অনেক সময়ই শিশুদের এমন খেলা খেলতে দেখা যায় বেড়াতে গিয়ে। কিন্তু এখানে বিষয়টা কোনও ছেলেখেলা নয়। দস্তুরমতো সরকারি চাকরি! বিনিময়ে মিলবে মোটা অঙ্কের বেতন। যদিও ১ মাস পেরনোর পরে জানা গেল পুরোটাই প্রতারণা। এমনই পরিস্থিতির শিকার তামিলনাড়ুর (Tamil Nadu) ২৮ জন যুবক! চাকরি পেতে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে তাঁদের। বুঝতেও পারেননি কেমন প্রতারকের পাল্লায় পড়েছেন।
ঘটনা গত জুন-জুলাইয়ের। নয়াদিল্লির রেল স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে ‘পোস্টিং’ হয়েছিল প্রার্থীদের। কাজ ছিল কোন ট্রেন কখন ঢুকছে, কখন বেরচ্ছে। এই চাকরি পেতে ২ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিয়েছেন একেক জন। জানানো হয়েছিল, টিকিট পরীক্ষক থেকে করণিকের মতো নানা পোস্টে চাকরি পেলেও তাঁদের ১ মাসের প্রশিক্ষণ হিসেবে ওই ট্রেন গোনার কাজ করতেই হবে। এবং তাও দিল্লি গিয়ে। স্বাভাবিক ভাবেই, কারও ধারণাতেই ছিল না কীভাবে প্রতারণার পাশাপাশি হয়রানিও করা হচ্ছে তাঁদের।
জানা গিয়েছে ৭৮ বছরের এম সুব্বাস্বামী, যিনি রেলেই প্রাক্তন কর্মী তিনি রয়েছেন এর পিছনে। প্রতারকের সঙ্গে ওই যুবকদের যোগাযোগের যোগসূত্র ছিলেন তিনিই। যদিও তাঁর দাবি, তাঁর ধারণাও ছিল না এটা প্রতারণা। প্রতারিত যুবকদের অন্যতম বছর পঁচিশের স্নেথিল কুমার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নিজের করুণ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, ”প্রার্থীদের ২ থেকে ২৪ লক্ষ টাকা করে দিতে হয়েছে। ওই টাকা সুব্বাস্বামী বিকাশ রানা নামের এক ব্যক্তিকে দিয়েছেন। উনি দাবি করেছিলেন, উনি দিল্লির উত্তর রেলের ডেপুটি ডিরেক্টর।”
জানা যাচ্ছে, ওই চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছেন অনেক প্রতারক। সব মিলিয়ে ২ কোটি ৬৭ লক্ষ টাকা তাঁরা আত্মসাৎ করেছেন। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। কারা কারা এই চক্রের পিছনে রয়েছে খুঁজে বের করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.