প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনটাও সম্ভব! চোখে না দেখলে যেন বিশ্বাস করাই কঠিন! কিন্তু অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে পুণেতে। সিঙাড়ার মধ্যে মিলল কন্ডোম, গুটখা আর পাথর! হ্য়াঁ, ঠিকই পড়েছেন। যে ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঠিক কী? একটি অটোমোবাইল কোম্পানিতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্বে মনোহর এন্টারপ্রাইস নামে একটি কোম্পানি। সিঙাড়া পৌঁছে দেওয়ার অর্ডার পেয়েছিল তারা। গত শনিবার সেখানে সিঙাড়া যেতেই রীতিমতো হইচই পড়ে যায়। কারণ সিঙাড়ার ভিতর আলুর পুর ছাড়া কর্মীদের মুখে এসে জমা হয় কন্ডোম, গুটখা আর নুড়িপাথর। রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। খবর দেওয়া হয় পুলিশকে।
চিখলি থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ফিরোজ শেখ এবং ভিকি শেখ নামের কর্মী এই কাণ্ড ঘটিয়েছেন। ভারতীয় দণ্ডবিধির ৩২৮ ও ১২০ বি ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা দাবি করেন, তাঁরা SRA এন্টারপ্রাইসের কর্মী। ওই সংস্থারই একটি পার্টনার কোম্পানির তিন কর্মী তাঁদের দিয়ে এই কাজ করান। সিঙাড়ার মধ্যে এমন ‘ভেজাল’ মিশিয়ে তা মনোহর এন্টারপ্রাইসে ডেলিভারি করতে পাঠান। ওই তিনজন রহিম শেখ, আজহার শেখ এবং মঞ্জর শেখের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
আসলে এই তিনজন যে সংস্থায় কাজ করতেন, সেই সংস্থার খাবারের মধ্যে থেকে এর আগে ব্যান্ডেজ পাওয়া গিয়েছিল। ফলে ওই সংস্থার সঙ্গে চুক্তিভঙ্গ করে একাধিক কোম্পানি। যে কারণে তিন অভিযুক্ত চাকরি খুইয়েছিলেন। ‘বদলা নিতে’ই এহেন পরিকল্পনা করেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.