সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার কারণে বিমানে গোলমাল হতে পারে। শুধু যান্ত্রিক গোলোযোগ নয়, ইঞ্জিনে পাখির ধাক্কায় ভয়ংকর কাণ্ড ঘটার উদাহরণ রয়েছে। এমন অবস্থায় উড়ানের জরুরি অবতরণ প্রাণ বাঁচিয়েছে বহু যাত্রীর। তাই বলে মাঝ আকাশে বিমানের ভিতরে বিষধর সাপের হদিশ মিলবে? অবিশ্বাস্য হলেও সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় (South Africa) একটি বিমানে তাই ঘটেছে। আচমকা ককপিটে একটি বিষধর গোখরো সাপকে আবিষ্কার করেন পাইলট। শুরুতে আতঙ্কিত হলেও শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় বিমানটিকে জরুরি অবতরণ করান তিনি। ঘটনা জানাজানি হতেই বিমানচালকের সাহস ও ধৈর্যের প্রশংসা করছেন সকলে।
চার আসনের ছোট বিমান নিয়ে ওরসেস্টার থেকে নেলসপ্রুটের উদ্দেশে রওনা দেন বিমানচালক রুডলফ এরাসমাস। উড়ানের কিছুক্ষণ পরেই চার যাত্রী জানান, বিমানে একটি গোখরো সাপকে দেখেছেন। স্বভাবতই বিষধরের উপস্থিতিতে আতঙ্কিত হন তাঁরা। হইচই শুরু করেন। পরে সাপটি বিমানের ইজ্ঞিনের দিকে গায়েব হলে নিশ্চিন্ত হন। সকলেই ভেবেছিলেন, সেটি বাইরে বেরিয়ে গিয়েছে বুঝি। কিছুক্ষণ বাদেই বোঝা যায় স্থান বদল করলেও বিমানেই রয়েছে সাক্ষৎ মৃত্যু!
বিমানচালক রুডলফ জানান, বিমান চালাতে চালাতে হঠাৎই পায়ে ঠান্ডা স্পর্শ পান তিনি। তাকিয়ে দেখেন, পায়ের কাছে মুখ বাড়িয়ে রয়েছে একটি গোখরো সাপ। আতঙ্কে চিৎকার করে উঠতে গেছিলেন, কিন্তু নিজেকে সামলে নেন। পাথরের মতো স্থির থেকে নিজের কর্তব্যপালন করেন। যাত্রীদের জানান, আপৎকালীন পরিস্থিতিতে কাছের বিমানবন্দরে জরুরি অবতরণ করবে বিমান। সেই মতো জোহানেসবার্গ বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিমানটিকে তড়িঘড়ি নামানো হয়। যাত্রীরা এবং পাইলট রুডলফ নিরাপদে বিমান ছেড়েছেন। তবে হাজার তল্লাশিতেও বিষধরের খোঁজ মেলেনি। ঘটনা জানাজানি হতেই বিমানচালকের সাহস ও ধৈর্যের প্রশংসা করছেন সকলেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.