সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মক্ষেত্রে কেটে যায় ৮-৯ ঘণ্টা। কিন্তু তার মধ্যে যদি কোনও ব্যক্তি ছ’টি ঘণ্টা শৌচালয়েই কাটিয়ে দেন, তাহলে? যা হওয়ার তাই হল। চাকরি খোয়ালেন তিনি।
ঘটনা চিনের এক সংস্থার। ওয়াং নামের এক ব্যক্তি ২০০৬ সালে যোগ দিয়েছিলেন ওই সংস্থায়। বছর আষ্টেক দিব্যি কাজকর্ম করছিলেন। কিন্তু ২০১৪ সালের ডিসেম্বরে শৌচ সংক্রান্ত সমস্যা দেখা দেয় ওয়াংয়ের। তার পর থেকেই অনেকটা সময় তিনি শৌচালয়ে কাটাতেন। ঘন ঘন টয়লেটে যেতেন তিনি। চিকিৎসা করিয়েও পুরোপুরি সুস্থ হননি তিনি। ফলে মাঝেমধ্য়েই তলপেটে ব্যথা অনুভব করতেন তিনি। আর সেই কারণেই কাজ ফেলে ছুটে যেতে হত শৌচালয়ে। ২০১৫ সালের জুলাই মাস থেকে দিনে তিন থেকে ছ’ঘণ্টা তাঁর কাটত শৌচালয়েই।
এরপরই সংস্থার তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে এমন পরিস্থিতিতে ওই ব্যক্তিকে চাকরিতে রাখা সম্ভব নয়। অসুস্থতার কারণ দেখিয়েই তাঁকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। কিন্তু কোম্পানির এহেন সিদ্ধান্ত মুখ বুজে মেনে নিতে পারেননি তিনি। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ওয়াং। কিন্তু যাবতীয় যুক্তিতর্ক শোনার পর কোম্পানির পক্ষেই রায় দেয় চিনের আদালত।
আদালতকে কোম্পানি জানিয়েছিল, ২০১৫ সালের ৭ থেকে ১৭ তারিখের মধ্যে মোট ২২বার শৌচালয়ে গিয়েছিলেন ওয়াং। প্রত্যেকবার গড়ে ৪৭ মিনিট করে সময় কাটান তিনি। আর এতেই স্পষ্ট হয়ে যায় যে এহেন কর্মীর থেকে কোম্পানি বিশেষ কোনও কাজ পাবে না। আর সেই কারণেই আদালত কোম্পানির পক্ষেই রায় দেয়। তবে চাকরি খুইয়ে স্বাভাবিক ভাবেই নিরাশ ওয়াং। অন্য সংস্থাও তাঁকে কাজে নেবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি নিজেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.