Advertisement
Advertisement

Breaking News

Liver

OMG! কাঁচা মাছ খাওয়ায় এ কী হাল যুবকের, অর্ধেক লিভার সাবাড় করল মাংসাশী পরজীবী

পরজীবীদের ডিমে ভর্তি লিভারে বেশিরভাগ অংশ।

Chinese man loses half his liver to flesh-eating parasites
Published by: Paramita Paul
  • Posted:July 22, 2020 2:53 pm
  • Updated:July 22, 2020 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের (China) বাসিন্দাদের খাদ্যাভ্যাস নিয়ে যত গণ্ডগোল। পোকামাকড় থেকে কাঁচা মাছ, টিকিটিকি থেকে সাপ-কোনও কিছুই তাঁদের খাদ্যতালিকা থেকে বাদ পড়ে না। আর তার জেরেই বিশ্বে নতুন নতুন রোগের আমদানি হচ্ছে বলে অভিযোগ। তাঁদের খাদ্যাভ্যাসের জেরেই করোনা (Corona Virus) ছড়িয়েছে বলে অভিযোগ আগেই উঠছিল। দিন কয়েক আগে ছড়িয়েছে বিউবনিক প্লেগ। আর এবার কাঁচা মাছ খাওয়ার মাশুল গুনতে হল এক ব্যক্তিকে। মাংশাসী পরজীবীর (Parasite) উপরস্থ হল মানুষের অর্ধেক লিভার। এমনই এক ভয়ানক কাণ্ড ঘটেছে চিনে।

ওই ব্যক্তি জানিয়েছেন, স্থানীয় বাজার থেকে তিনি একটি মাছ কিনেছিলেন। সেই মাছটিকে তিনি অর্ধেক সেদ্ধ অবস্থায় রান্না করেছিলেন। আর এর ঠিক দুদিন পর থেকেই তাঁর পেটে অসহ্য ব্যথা শুরু হয়। সঙ্গে বমি, মাথা ব্যথা, ওজন কমার মতো লক্ষ্ণণ দেখা দেয়। এরপরই তিনি চিকিৎসকদের দ্বারস্থ হয়। লিভারের (Liver) স্ক্যান করতেই মাথায় হাত চিকিৎসকদের। পরজীবীরা (Parasite) ততদিনে তাঁর লিভারের (Liver) অর্ধেকটা উদরস্থ করেছে। আর সেই জায়গায় ভর্তি হয়েছে পরজীবীদের ডিমে। এমন অবস্থা দেখে চিকিৎসকদেরও মাথায় হাত। যদিও তড়িঘড়ি তাঁর লিভারে (Liver) অস্ত্রপোচার করে সেটিকে শরীর থেকে বাদ দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন : করোনা আক্রান্ত মায়ের শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত ঠায় ICU-র জানলার বাইরে বসে রইলেন ছেলে]

ওই ব্যক্তির মেডিক্যাল রিপোর্ট বলছে, মাস ছয়েক ধরে ওই ব্যক্তির লিভারের (Liver) ভিতর পরজীবীরা (Parasite) ডিম পাড়ছিল। ফলে তাঁর লিভারের (Liver) আকার অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। লিভারের ভিতরে বালবের আকারে টিউমার তৈরি হয়েছে। চিকিৎসকারা জানিয়েছেন, মাংশাসী পরজীবী তাঁর লিভারের অর্ধেক খেয়ে ফেলে। স্ক্যান রিপোর্টে দেখা যায়, তাঁর লিভারের (Liver) ভিতর পুঁজ জাতীয় কিছু জমেছে। লিভারজুড়ে (Liver) পরজীবীর ডিম থিকথিক করছে। চিকিৎসকদের ধারণা, ওই ব্যক্তি যে মাছটি খেয়েছিলেন, তার শরীরে পরজীবীরা বাসা বেঁধেছিল। মাছটি খাওযার পর সেই পরজীবী ওই ব্যক্তির শরীরে আশ্রয় নেয়।

[আরও পড়ুন :  সিগারেটে সুখটান দিচ্ছে শিম্পাঞ্জি, ভাইরাল ভিডিওতে হাসির রোল নেটদুনিয়ায়]

তবে এই প্রথম নয়। চিনে আর আগেও খাদ্যাভ্যাসের জেরে একাধিক রোগকে দানা বাঁধতে দেখা যায়। যেমন এক মহিলা আধ কাঁচা সাপ খাওয়ার পর তাঁর ফুসফুসে তরল জমে গিয়েছিল। তবে কোনও পরজীবীর বাসা বাধার ঘটনা একেবারেই নতুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement