সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকেও চমকে দিয়েছেন চিনের (China) বাসিন্দা চেন লি। আচমকাই লিঙ্গ পরিচয় নিয়ে চরম বিভ্রান্তির মধ্যে পড়লেন তিনি। এইসঙ্গে চমকে দিলেন চিকিৎসকদেরও। সম্প্রতি অসুস্থ হন চেন। প্রবল পেট ব্যথার সঙ্গে প্রস্রাবের সঙ্গে রক্তপাত হচ্ছিল। চিকিৎসকের পরামর্শ নেন তিনি।এরপরেই জানতে পারেন, তার পুরুষ শরীরে ডিম্বাশয় ও জরায়ু রয়েছে। এমনটা কী করে সম্ভব?
মনোরোগ চিকিৎসকদের মতে, লিঙ্গ পরিচয় থেকেই গড়ে ওঠে মানুষের প্রাথমিক ব্যক্তিত্ব। এই ঘটনায় চেনের ৩৩ বছরের সেই পরিচয়ের উপরে প্রশ্ন উঠে গিয়েছে। এমনকী চেনের ক্রোমোজোম পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, সে আদতে মেয়েই। শুধু তা-ই নয়, তাঁর শরীরে মহিলাদের প্রজনন অঙ্গও রয়েছে। এবং তাঁর শরীরে পুরুষ শরীরে থাকা যৌন হরমোনের উপস্থিতিও কম। সঙ্গে ইস্ট্রোজেন ও প্রোজেস্ট্রেরোনের মাত্রা অনেকটাই বেশি। কিন্তু প্রস্রাবের সঙ্গে রক্তপাত কেন?
চিকিৎসকদের বক্তব্য, তা আদৌ সাধারণ রক্তপাত নয়, বরং ঋতুস্রাব। এমনকী ৩৩ বছরের চেন সম্প্রতি জানতে পেরেছেন, তিনি জন্ম থেকেই উভলিঙ্গের মানুষ। একইসঙ্গে নারী ও পুরুষের প্রজনন অঙ্গ রয়েছে তাঁর শরীরে। একের পর এক চরম সত্যের সামনে দাঁড়িয়ে স্বভাবতই ঘাবড়ে যান চেন লি। অবশেষে সিদ্ধান্ত নেন, যে কোনও একটি পরিচয়ে বেঁচে থাকতে চান।
সেই পরিচয়েই থাকতে চান, যা এতদিন নিজে ও বাকি বিশ্ব জেনেছিল। অতএব, জরায়ু ও ডিম্বাশয় বাদ দেওয়ার কথা ভাবেন চেন। জটিল অস্ত্রোপচারে সেই কাজ করেন চিকিৎসকরা। চেন এখন পুরুষের মতো জীবনে কাটাতে পারবেন। তবে কিছু সমস্যা আজীবন সঙ্গী হবে তাঁর। যেমন, যৌনাঙ্গ সংক্রান্ত সমস্যা থাকবে তাঁর। পিতা হতে পারবেন না তিনি। আসলে শুক্রাণু উৎপাদনের ক্ষমতা নেই যে তাঁর।
চিনেই গত বছরের মার্চ মাসে কতকটা একই ধরনের ঘটনা ঘটে। ২৫ বছরের এক তরুণী গোড়ালির সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন, তার শরীরে পুরুষের ক্রোমোজোম রয়েছে। এরপর ওই তরুণী স্বীকার করেন, কোনওকালেই ক্ষতুস্রাবের অভিজ্ঞতা নেই তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.