Advertisement
Advertisement
China

‘তোমাকে ধ্বংস করব’, বিয়ের আসরে দল বেধে হাজির প্রাক্তন প্রেমিকারা, কী পরিণতি যুবকের?  

একাধিক যুবতীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন যুবক।

China Groom's ex-girlfriends crash wedding with banner threatening to expose his past | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 21, 2023 6:12 pm
  • Updated:February 21, 2023 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে বেকায়দায় পড়লেন চিনের (China) এক যুবক। বিয়ে ভণ্ডুল হওয়ার যোগাড় হল তাঁর। অনুষ্ঠানের দিন বাড়িতে হাজির হন প্রাক্তন প্রেমিকার দল। সেই যুবতীদের হাতে ছিল ব্যানার। তাতে লেখা, “তোমার অতীত প্রকাশ্যে আনব আমরা, তোমাকে ধ্বংস করব”। পরিস্থিতির চাপে নববধূকে সঙ্গে নিয়ে পালল যুবক।

দক্ষিণ-পশ্চিম চিনের ইউহান শহরে ছিল ওই বিয়ে। যুবকের নাম চেন। তিনি একাধিক প্রেমের সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত তা টেকেনি। এদিন ছিল তাঁর বিয়ে। কিন্তু মাঝপথে আজব পরিস্থিতি তৈরি হয়। যখন চেনের একধিক প্রেমিকা দল বেধে বিয়ের আসরে উপস্থিত হয়। নীরব মিছিল করে প্রেমিকের বাড়িতে এলেও তাঁদের হাতে ছিল একটি ব্যানার। সেখানে লেখা “তোমার অতীত প্রকাশ্যে আনব আমরা, ধ্বংস করব তোমাকে”। এই ঘটনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। তাঁরা অনুষ্ঠানস্থল ছেড়ে যুবতীদের দেখতে জরো হন।

Advertisement

[আরও পড়ুন: ছত্তিশগড়ে ফের নৃশংস মাওবাদী হামলা, গলা কেটে হত্যা পুলিশকর্মীকে!]

এদিকে চেন নববধূকে সঙ্গে নিয়ে বিয়ের আসর ছেড়ে পালাতে বাধ্য হন। গোটা ঘটনার কথা প্রকাশ্যে চলে আসে স্থানীয় সংবাদমাধ্যম মারফত। একটি সাক্ষাৎকারে চেন স্বীকার করেছেন, একাধিক যুবতীর হৃদয় ভেঙেছেন তিনি। যুবকের দাবি, অনভিজ্ঞতার জেরে এমন কাণ্ড করেছেন। জানিয়েছেন, প্রাক্তন প্রেমিকারা বিয়ের আসরে হানা দিলেও তাঁদের উপর রাগ করেননি। যুবকদের প্রতি তাঁর পরামর্শ, “এমন কাজ অনুচিত। প্রেমিকাদের ঠকানো উচিত না, বরং বিশ্বস্ত থাকবেন আপনারা।” যদিও চেন কটাক্ষ করছে নেটিজেনরা। তাঁদের বক্তব্য, একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর মধ্যে অন্যায় নেই। কিন্তু ওঁদের হৃদয় ভেঙেছেন চেন। এমন ব্যক্তিকে মাফ করা উচিত না। আশা করি নববধূ ওর সঙ্গে সম্পর্কচ্ছেদ করবে।

[আরও পড়ুন: বিতর্ক সত্ত্বেও পুরীর মন্দিরে রয়েই গিয়েছে ফাটল! নয়া রিপোর্ট ঘিরে বাড়ছে আশঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement