Advertisement
Advertisement
Chhattisgarh

ছাগলকে বলির ‘শাস্তি’! মৃত ছাগলের চোখই প্রাণ কাড়ল ব্যক্তির, কিন্তু কীভাবে?

ইচ্ছেপূরণ হওয়ায় ছাগল বলি দিয়েছিলেন ওই ব্যক্তি।

Chhattisgarh man who killed goat, goat's eye killed him | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 4, 2023 4:18 pm
  • Updated:July 4, 2023 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুদের পুজোয় ছাগল বলি দেওয়ার রীতি এখনও অনেক জায়গাতেই রয়েছে। কিন্তু যিনি ঈশ্বরের নামে ছাগল বলি দিয়েছেন, সেই ব্যক্তির প্রাণ যে কেড়ে নেবে ওই মৃত ছাগলের চোখ, তা স্বপ্নেও ভাবতে পারেননি কেউ।

অবিশ্বাস্য মনে হচ্ছে তো? ওই যে কথায় বলে না, বাস্তব কল্পনার চেয়েও অদ্ভুত! এই ঘটনাও তেমনটি। সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায় ছত্তিশগড়ের এই ঘটনা। বগর সাই নামের বছর পঞ্চাশের এক ব্যক্তি ওই রাজ্যের সুরজপুর জেলার মদনপুর গ্রামের বাসিন্দা। ঈশ্বরের কাছে যে মানত করেছিলেন, তা পূরণ হওয়ায় মন্দিরে ছাগল বলি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো রবিবার খোপা ধামে পৌঁছে যান বগর সাই। এরপর অন্য ভক্তদের সামনে নিজের হাতেই ছাগলের বলি দেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: সৌদিতে বসে মিনাখাঁয় প্রার্থী: বাতিল মনোনয়ন, ‘রিটার্নিং অফিসারের কার্যকলাপ সন্দেহজনক’, বলছে হাই কোর্ট]

রীতি মেনে সেই ছাগলের মাংস রান্না করে পরিবেশনও করা হয় সকলকে। বগর সাইয়ের পাতেও পড়ে সেই মাংসের টুকরো। রান্না করা পাত্র থেকে একটি টুকরো তুলে নেন তিনি নিজেও। কিন্তু বুঝতে পারেননি আসলে সেটি ছিল ওই ছাগলের চোখ। আর সেটি গিলতে গিয়েই ঘটে বিপত্তি। বগর সাইয়ের গলায় আটকে যায় ছাগলের চোখ। সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাঁর। তাঁর এমন অবস্থা দেখে সেখানকার লোকজন তড়িঘড়ি তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা বগর সাইকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনা সামনে আসতে বিস্মিত অনেকেই। বলির পরই যেভাবে সেই ছাগলই প্রাণ কাড়ল ওই ব্যক্তির, তাতে অনেকের মনেই প্রশ্ন উঠছে, পশুবলি কি আদৌ চান ঈশ্বর?

[আরও পড়ুন: ‘সন্ত্রাসের নিন্দা করতে হবে, দ্বিচারিতা চলবে না’, পাকিস্তান-চিনকে কড়া বার্তা মোদির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement