সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি গাড়ির সঙ্গে সাইকেলের ধাক্কা লাগল৷ অথচ সাইকেলটির কিছুই হল না, গাড়িটি ভেঙেচুরে গেল! কী ভাবছেন ভুল পড়ছেন তাই তো? মোটেও না, দক্ষিণ চিনের অবাক করা এই ঘটনাই এখন নেটদুনিয়া কাঁপাচ্ছে৷ এক্কেবারে টক অফ দ্য টাউন হয়ে গিয়েছে এই দুর্ঘটনাটি৷
ঠিক কী ঘটেছিল? রাস্তার একদিক থেকে আসছিল একটি গাড়ি৷ যথেষ্ট বিলাসবহুল সেটি৷ ওই রাস্তারই অপর প্রান্ত দিয়ে আসছিল একটি সাইকেল৷ আচমকাই গাড়ি ও সাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে৷ দুর্ঘটনার ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ প্রত্যক্ষদর্শীরা ভেবেছিলেন সাইকেল চালক হয়তো প্রাণে বাঁচলেন না৷ আর প্রাণহানির মতো ভয়াবহ দুর্ঘটনার পর সাইকেলের অবস্থা যে চোখে দেখার মতো থাকবে না, তা তো বলাই বাহুল্য৷ কিন্তু না, প্রত্যক্ষদর্শীদের ভাবনার সঙ্গে কোনও মিল রইল না বাস্তবের৷ মিনিটখানেকের মধ্যেই ভুল ভাঙল৷ তাঁরা দেখলেন, দুর্ঘটনার পর গাড়ির সামনের অংশটি এক্কেবারেই ভেঙে গিয়েছে৷ দুমড়ে মুচড়ে যাচ্ছেতাই অবস্থা৷ এখন প্রশ্ন হল, গাড়িরই যদি এই অবস্থা হয়, তবে সাইকেলের না জানি কত ক্ষতিই হয়েছে! কিন্তু এ কি? সাইকেলের ক্ষতি তো দূর অস্ত, সাইকেলটি একেবারেই অক্ষত! দক্ষিণ চিনের এই ঘটনায় অবাক সকলেই৷ এমনও কী সম্ভব? নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা।
এদিকে, চোখের সামনে এহেন ঘটনা ক্যামেরাবন্দি না করে কি আর থাকা যায়? তাই তো অনেকেই সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ছবি তোলেন৷ লেন্সবন্দি করেন অক্ষত সাইকেলটিকেও৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন কেউ কেউ৷ সঙ্গে ঘটনার বিস্তারিত বিবরণ৷ যারই টাইমলাইনে এসেছে সেই পোস্ট, তারই নজর কেড়েছে ঘটনাটি৷ এহেন অবাক করা ঘটনা ভাইরাল হতেও বেশি সময় নেয়নি৷ প্রায় বিদ্যুতের গতিতেই ওই ছবিটি নেটিজেনদের টাইমলাইনে ছড়িয়ে পড়ে৷ ভাইরাল ওই ছবি নিয়ে এখন নেটদুনিয়ায় উঠেছে আলোচনার ঝড়৷ অনেকেরই প্রশ্ন, সাইকেলটি কী দিয়ে তৈরি? অনেকেই আবার ওই সাইকেল কোম্পানিকে একটি শক্তিশালী বাইক তৈরির পরামর্শও দিয়েছেন৷ কেউ কেউ আবার এই কোম্পানির সাইকেল কেনার তোড়জোড়ও শুরু করে দিয়েছেন৷ এত কাণ্ড তো ঘটল, কিন্তু ওই সাইকেল মালিকের প্রতিক্রিয়া ঠিক কী, তা যদিও এখনও জানা যায়নি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.