Advertisement
Advertisement
TET

প্রেমের দিনেও বিদ্রোহের সুর! বিয়ের সাজে ‘চাকরি চাই’ স্লোগান নববধূর গলায়, ভাইরাল ভিডিও

দেখেছেন নববধূর কীর্তি?

Bride demands TET recruitment on her wedding ceremony | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 11, 2023 4:57 pm
  • Updated:May 11, 2023 4:57 pm  

ধীমান রায়, কাটোয়া: জীবনের অন্যতম আনন্দের মুহূর্তেও আন্দোলন, অধিকারের কথা ভুললেন না নববধূ। বিয়ের সাজেও চাকরির দাবিতে স্লোগান (Slogan) তুললেন ভাতারের যুবতী অভয়া রায়। বিয়ের মণ্ডপে তাঁর সঙ্গে গলা মেলালেন সহকর্মীরাও। ভাতারে বিয়ের মঞ্চে এ এক অন্য ছবি। নববধূর গলায় ‘চাকরি চাই নিয়োগ চাই’ স্লোগানের ভিডিও ভাইরাল (Viral Video)। মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

এ বিয়েবাড়ি যেন একেবারে অন্যরকম। বাজছে সানাই, নিমন্ত্রিত অতিথিদের আনাগোনা। সেই সময় আচমকাই কনের সাজে অভয়া রায় তাঁর বন্ধুদের পাশে নিয়ে বিয়ের আসরে স্লোগান দিয়ে উঠলেন, ”নিয়োগ চাই নিয়োগ চাই। আমাদের বঞ্চনা মানছি না, মানব না, বিয়ের আসর থেকে দিচ্ছি ডাক বঞ্চিতরা চাকরি পাক।” শুধু কি নববধূই? চাকরির দাবিতে তাঁর সঙ্গে গলা মেলান বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া থেকে আসা আন্দোলনরত সহকর্মীরাও। বিয়ের মণ্ডপ হয়ে ওঠে আন্দোলনমঞ্চ।

[আরও পড়ুন: কর্ণাটকে বিজেপি হারলে এগোতে পারে লোকসভা ভোট! কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলেরও সম্ভাবনা]

এমন ঘটনায় হইচই পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানের ভাতারের (Bhatar) ছাতনী গ্রামে। কয়েকদিন আগেই ভাতারের ছাতনীর বাসিন্দা রিন্টু দে’র সঙ্গে বিয়ে হয় খেড়ুরের বাসিন্দা অভয়া রায়ের। আর সেই বিয়ের আসরেই ২০১৪ সালের টেট পরীক্ষার্থী অভয়া রায় স্লোগান তোলেন ‘নিয়োগ চাই নিয়োগ চাই।’ অভয়া রায়ের অভিযোগ, ২০১৪ সাল থেকে টেট উত্তীর্ণ হয়েও আজ তাঁরা বেকার। ২০২০ সালে মুখ্যমন্ত্রী চাকরি দেওয়ার আশ্বাস দিলেও সেই চাকরি এখনও পাওয়া যায়নি। অথচ অযোগ্যরা চাকরি পেয়েছে। কিন্তু যোগ্যরা আজও রাস্তায় আন্দোলনে রয়েছে। কিন্তু তাঁদের চাকরি হয়নি। তিনি জানান, আজ জীবনের এক বিশেষ দিন। কিন্তু এই দিনেও হতাশা ঘিরে ধরে আছে। শূন্য পাওয়ারা চাকরি করবেন আর যোগ্যরা বিলাপ করবে? তাই সহযোদ্ধাদের পাশে পেয়ে তাঁর গলায় উঠে এসেছে স্লোগান। অভয়ার প্রশ্ন, মুখ্যমন্ত্রী তো মানবিক। তবে এটা দেখছেন না কেন?

[আরও পড়ুন: মর্মান্তিক! ভাইপোর বিয়ের আসরে নাচতে নাচতে মৃত্যু ভিলাই স্টিল প্ল্যান্টের ম্যানেজারের]

অভয়ার মা অঞ্জলি রায় জানান, ”দুর্ঘটনায় বাবা মারা যাওয়ার পর থেকে মেয়ে টিউশন করে। নাচ শিখিয়ে মেয়েটা লড়াই চালিয়ে গিয়েছে। জমি বিক্রি করে ডিএলএড দিতে হয়েছে। মেয়েটা চেয়েছিল, বিয়ের আগে চাকরি হোক। তা হয়নি। তাই হতাশায় ও বিয়ের দিন এমনটা করল।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement