সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন হাতে রয়েছে৷ অথচ দু-একটা সেলফি হবে না? এ তো ভাবাই যায় না৷ তার উপর আবার যদি মনের মানুষের সঙ্গে একান্তে সময় কাটানো হয়, তাহলে সেই আবেগঘন মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখাই দস্তুর তরুণ-তরুণীদের৷ চেন্নাইয়ের এক যুবকও তাই করেছিলেন৷ কিন্তু প্রেমিকার সঙ্গে তোলা একটি সেলফি যে এভাবে তাঁকে বিপদে ফেলবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি৷
চেন্নাইয়ের ওই যুবক কর্মসূত্রে মার্কিন মুলুকে থাকেন৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক তরুণীর সঙ্গে কথাবার্তা শুরু হয়৷ বর্তমানে সেই তরুণীকে যেন চোখে হারাচ্ছেন ওই যুবক৷ মনের মানুষের জন্য মাঝেমধ্যেই আকুলিবিকুলি অবস্থা হয় তাঁর৷ সেই টানেই ছুটে এসেছিলেন চেন্নাইতে৷ হোটেলের একটি ঘরও ভাড়া নিয়েছিলেন৷ ভেবেছিলেন একান্তে কিছুটা সময় কাটাবেন৷ করেছিলেনও তাই৷ আবেগঘন মুহূর্ত স্মার্টফোন বন্দি করেছিলেন যুবক৷ তুলেছিলেন সেলফি৷ কিন্তু বান্ধবীর তাতে মোটেই সায় ছিল না৷ বারবার তরুণী স্মার্টফোন থেকে সেলফি মুছে ফেলতে বলেছিলেন৷ যুবক যদিও হাসির ছলে সেই কথা উড়িয়ে দিয়েছিলেন৷ কিন্তু তরুণী মোটেও মজা করেননি৷ পরিবর্তে মোবাইল চুরিরই ছক কষে ফেলেন!
হোটেল থেকে বেরনোর পরই তরুণী ফোনে বেশ কয়েকজন বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ করেন৷ তাঁর পরিকল্পনা মতো ওই যুবকেরা তরুণীর প্রেমিকের কাছে পৌঁছে যায়৷ জোর করে যুবকের মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে তারা৷ বাধা দিতে গেলে হেলমেট দিয়ে ওই যুবকের মাথায় সজোরে আঘাত করা হয়৷ তাতেই অচৈতন্য হয়ে পড়েন তরুণীর প্রেমিক৷ সেভাবেই কেটে যায় গোটা রাত৷
পরদিন সকালে বাড়ি ফেরেন আক্রান্ত যুবক৷ তবে তখনও তিনি বুঝতে পারেননি, এই ঘটনার সঙ্গে তাঁর প্রেমিকার যোগসাজশ রয়েছে৷ তাই তড়িঘড়ি মামুলি মোবাইল চুরির অভিযোগ জানাতে যান তিনি৷ পুলিশ তদন্তে নামে৷ এরপরই যুবকের স্মার্টফোন লুঠের নেপথ্য কাহিনি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল যুবকের৷ তার পরিচয় সঠিক না জানায় এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি৷ পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে৷ একদিকে মনের মানুষের প্রতারণা, আরেকদিকে মোবাইল খোয়া যাওয়ায় প্রেমিকার ছবিও হারিয়ে ফেলা – সব মিলিয়ে মানসিক অবসাদেই দিন কাটছে যুবকের৷ প্রেমও আর কতটা বিশ্বাসের জায়গায় রইল, সেই ভাবনাও গ্রাস করছে তাঁকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.