Advertisement
Advertisement

কর্ণাটকের রাস্তায় লর্ডসের সৌরভকে মনে করালেন বিজেপি নেতা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর কীর্তি৷

BJP candidate’s over the top celebration in Karnataka after winning poll
Published by: Tanujit Das
  • Posted:September 5, 2018 8:41 pm
  • Updated:September 5, 2018 8:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ক্রিকেটের মক্কা’ লর্ডসের ব্যালকনিতে জামা উড়িয়ে ভারতীয়দের দাপটের অনন্য নজির তৈরি করেছিলেন বাংলার ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে পরাজিত করে ন্যাটওয়েস্ট সিরিজ পকেটে ভরে তাঁর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল৷ প্রাক্তন ভারত অধিনায়কের সেই ছবি এখনও জ্বলজ্বল করছে প্রতিটি বাঙালি, ভারতীয় তথা বিশ্ববাসীর মনে৷ তবে সেই দৃশ্যই দেখা গেল আবার৷ তবে ক্রিকেটের ময়দানে নয়৷ এবার কর্ণাটকের রাস্তায় সেই দৃশ্য প্রত্যক্ষ করলেন সাধারণ মানুষ৷ নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে?

[যৌন আকাঙ্খা মেটাতে তুঙ্গে সেক্স ডলের চাহিদা, তৈরি আস্ত পতিতালয়]

Advertisement

তবে খুলে বলা যাক৷ সম্প্রতি কর্ণাটকে হয়ে গিয়েছে পুরসভার নির্বাচন৷ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপি, কংগ্রেস ও জেডিএস-এর মোট ৮৩৪০ জন প্রার্থী৷ নির্বাচনে ফলাফল ঘোষণার পর দেখা যায়৷ ২৩০৬টি আসন পেয়ে বিজয়ী হয়েছে কংগ্রেস৷ ২২০৩টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং ১৩৯৭টি আসন পেয়ে তৃতীয় হয়েছে জেডিএস৷ নির্বাচনে কর্ণাটকের বাগালকোট পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপি প্রার্থী বিরাপ্পা সিরাগান্নাভার এবং ওই কেন্দ্র থেকে জয় লাভ করেন তিনি৷ এই পর্যন্ত সব ঠিক ছিল৷ কিন্তু এরপর তিনি যা করলেন তা বর্তমানে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷

[অন্তর্বাস না পরায় বিপাকে মহিলা, খোয়াতে হল চাকরি]

নির্বাচনে জয় লাভের পর নানা ভাবে আনন্দ প্রকাশ করতে দেখা যায় বিজয়ী প্রার্থীদের৷ কেউ আবির খেলায় মেতে ওঠেন, কেউ বাজি ফাটান ও আবারও কেউ মিষ্টিমুখ করেন৷ তবে বিজেপি প্রার্থীর এই জয়োল্লাস ছাপিয়ে গিয়েছে সবকিছুকে৷ জামা আকাশে তুলে, কার্যত সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্টাইলে এলাকায় ঘুরতে দেখা গিয়েছে তাঁকে৷ প্রার্থীর এই কীর্তি রীতিমতো সংবাদ শিরোনামে চলে এসেছে৷ সোশ্যাল মিডিয়ায় সকলের ফোনে ফোনে ঘুরে বেড়াচ্ছে তাঁর জামা ওড়ানোর সেই ভিডিও৷ কেউ তাঁকে বলছেন কর্ণাটকের সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আবারও কেউ মজার ছলে বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী৷ 

 

 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement