Advertisement
Advertisement

Breaking News

Bihar

স্বামীর সংসার ছেড়ে ভাগ্নিকে বিয়ে করলেন মামি! সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

কোথায় ঘটল এমন কাণ্ড? বিয়ের পর কী বলছেন মামি-ভাগ্নি?

Bihar niece married her Aunty
Published by: Subhankar Patra
  • Posted:August 16, 2024 6:51 pm
  • Updated:August 16, 2024 8:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের ফাঁদ পাতা ভুবনে। কে কোথা ধরা পড়ে কে জানে…। সত্যি, প্রেম কাঁঠালের আঠা। লাগলে তা আর ছাড়ে না। সেই টানেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মামি ও ভাগ্নি। হ্যাঁ! ঠিকই পড়েছেন ভাগ্নে নয় ভাগ্নি। তিন বছর প্রেমের সম্পর্কে থাকার পর স্থানীয় এক মন্দিরে গিয়ে বিয়ে করেছেন তাঁরা।

জানা গিয়েছে, বিহারের গোপালগঞ্জ থানার বাসিন্দা নিজের স্বামীর সঙ্গে দীর্ঘদিনের সর্ম্পক ছিন্ন করে ভাগ্নি সুমনের সঙ্গে পালিয়ে যান। বেলওয়টা গ্রামের একটি মন্দিরে বিয়ে করেন তাঁরা। সাতপাকে ঘুরে সাতজন্ম একসঙ্গে থাকার অঙ্গীকার নেন দুজনে।

Advertisement

[আরও পড়ুন: যেন সিনেমা! ৩৭ বছর আগে হারানো সন্তানকে খুঁজে পেলেন দম্পতি]

বিয়ের সেই মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতেই দুভাগে বিভক্ত নেট নাগরিকেরা। কারও কাছে ওই যুগল প্রশংসিত৷ আবার অনেকের কাছেই তাঁদের এই বিয়ে চরম নিন্দিত।

বিয়ের পর ভাগ্নি সুমন বলেন,”আমরা দুজনকে খুব ভালোবাসি। একে অপরকে ছাড়া ভাবতে পারি না। আজকে বিয়ে করে সাতজন্ম সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে। পরিবার নিয়ে ভাবছি না।” তবে মেয়েদের বিয়ে প্রশ্ন শুনে তিনি বলেন, ” হ্যাঁ। ছেলেদের বিয়ে দেখে থাকবেন। নারী-পুরুষের বিয়ে হয়। কিন্তু ভাগ্নি-মামির বিয়ে কোনও দিন দেখননি। আমরা নিজেদের ইচ্ছায় এই বিয়ে করেছি।” বিয়ে তো হয়ে গেল এবার সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে সংসার করাটাই তাদের কাছে প্রধান চ্যালেঞ্জ।

[আরও পড়ুন: এককালে পৃথিবীর সবচেয়ে ভারী মানুষ, ৫০০ কেজি ওজন কমিয়ে আজ ‘মাচো’ পুরুষ!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement