Advertisement
Advertisement

Breaking News

Bengaluru

মেয়ের জন্মদিনে অটোয় গোলাপি বেলুন বাবার, নেট ভুবনে ভাইরাল ভিডিও

বেঙ্গালুরুর এই অটোর ভিডিও মন ছুঁয়েছে সকলের।

Bengaluru man celebrated daughter's birthday in auto with pink balloon
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 11, 2024 5:09 pm
  • Updated:May 11, 2024 5:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব বাবার কাছেই তাঁর মেয়ে চোখের মণি। আবার সব মেয়ের কাছেই তার বাবা সুপার হিরো। এবার পিতা-কন্যার অমূল্য সম্পর্কের মিষ্টি ছবি দেখা গেল বেঙ্গালুরুতে। মেয়ের জন্মদিনে নিজের অটোতে একটি গোলাপি বেলুন লাগিয়েছেন বাবা। যার মাধ্যমে সন্তানের প্রতি বাবার অগাধ ভালোবাসা, স্নেহ সকলের সামনে ফুটে উঠেছে। আর দৃশ্যই মন ছুঁয়েছে সকলের। সেই অটোরই এক যাত্রী গোলাপি বেলুনের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা এখন ভাইরাল নেট ভুবনে।

জানা গিয়েছে, সুমেধা উপ্পল নামে বেঙ্গালুরুর এক বাসিন্দা এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। বেলুনের ইমোজি যার ক্যাপশনে লেখা, ‘ওনার মেয়ে জন্মদিন তাই।’ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছয় সেকেন্ডের সেই ছোটো ভিডিও। ইতিমধ্যেই যা এক লক্ষ মানুষ দেখে নিয়েছেন। মিষ্টি ভিডিওটিতে লাইকও পড়েছে ছয় হাজারের উপর।

Advertisement

[আরও পড়ুন: এ কেমন ঘুম! বিমানে আসন ছেড়ে কোথায় চড়লেন মহিলা? তাক নেটিজেনদের]

এই ভিডিওটিতে বন্যা বয়ে গিয়েছে কমেন্টেরও। যেমন উবের ইন্ডিয়া ভিডিওর তলায় লিখেছে, ‘বাবার ভালোবাসাই তো আমাদের চালিকাশক্তি। শুভ জন্মদিন।’ আবার এক নেটিজেন লিখেছেন, ‘এই একটা বেলুনই অনেক কিছু বলে দিচ্ছে। এই গোলাপি বেলুন দেখেই ওনার মেয়ে খুব আনন্দ পাবে।’ আরেকজনের প্রতিক্রিয়া, ‘এই ছোট ছোট মিষ্টি ঘটনাই আমাদের মন ভালো করে দেয়।’

[আরও পড়ুন: ভোট দিলেই মাল্টিপ্লেক্সে টিকিটে ছাড়! গুরুগ্রাম প্রশাসনের ‘উপহার’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement