সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচিত্র বিহারে (Bihar) স্কুলের বেঞ্চ পুড়িয়ে মিড ডে মিল রাধার অভিযোগ! সোশাল মিডিয়ায় ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে। এদিকে একে অপরের বিরুদ্ধ দোষ চাপাতে শুরু করেছেন রাধুনি, এক শিক্ষক এবং প্রধান শিক্ষক। ঘটনার তদন্তের নির্দেশে দিয়েছে উচ্চতর কর্তৃপক্ষ।
পাটনা জেলার মধ্যে পড়ে বিহতা ব্লক। সেখানকার একটি মিডল স্কুলের ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতেই দেখা গিয়েছে, কাঠের আগুনে রাধা হচ্ছে মিড ডে মিল (সংবাদ প্রতিদিন ডিজিটাল ভিডিওর সত্যতা যাচাই করেনি)। জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে স্কুলে ছাত্রদের বসার বেঞ্চ। ঘটনা প্রকাশ্যে আসতেই দোষারোপের পালা শুরু হয়। রাধুনির দাবি, ওই স্কুলেরই শিক্ষিকা সাবিত্রী কুমারী নির্দেশে এই কাজ করেছেন তিনি। যদিও শিক্ষিকাই ভিডিও করেন, যেটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
যদিও যাবতীয় অভিযোগ ঝেড়ে ফেলেছেন সাবিত্রী। তাঁর দাবি, মিথ্যে অভিযোগ করেছেন রাধুনি। তবে কার নির্দেশে এমন কাণ্ড ঘটল? শিক্ষিকা দাবি করেছেন, প্রিন্সিপাল প্রবীণ কুমার রঞ্জনের নির্দেশেই অপরাধ ঘটেছে। আর প্রবীণের বক্তব্য, মানুষ মাত্রই ভুল করে। রাধুনি অশিক্ষিত। সাধারণত গ্যাসেই রান্না হয়ে থাকে। অতিরিক্ত শীতে তিনি বেঞ্চ পুড়িয়ে রান্না করেন। এদিকে ঘটনার কথা কানে গিয়েছে ব্লক শিক্ষা আধিকারিক নীবেশ কুমারের। ঘটনার তদন্তের নির্দশে দিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.