রাজা দাস, বালুরঘাট: পুনম পাণ্ডের বাংলাযোগ! মডেল পুনমের মৃত্যুর খবর চাউর হতেই একের পর এক ফোন বালুরঘাটের যুবকের কাছে। ফোন, মেসেজে কার্যত নাজেহাল তিনি। ব্যাপারটা কী?
গত কয়েকদিন ধরে পুনম পাণ্ডের মৃত্যুর খবর নিয়ে শোরগোল সবমহলে। এরই মাঝে বালুরঘাটের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ধনঞ্জয় বর্মনের কাছে একের পর এক ফোন। সকলেই ফোন করে জানতে চাইছেন পুনমের কথা। কারও প্রশ্ন পুনম ঠিক কে হন ধনঞ্জয়ের, কারও প্রশ্ন কীভাবে আলাপ। কেউ আবার জানতে চাইছেন পুনমের বর্তমান অবস্থা। যা নিয়ে কার্যত মাথায় হাত যুবকের। উপায় না পেয়ে মোবাইল ফোন বন্ধ করে পুলিশের দ্বারস্থ হয়েছেন যুবক।
জানা গিয়েছে, পরিচয় তো দূর-অস্ত, পুনম পাণ্ডের নামও জানতেন না ধনঞ্জয়। বালুরঘাটের যুবক পেশায় শপিং মলের কর্মী। বেলা ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত তিনি শপিংমলেই থাকেন। হাতে সময় নেই সোশাল মিডিয়ায় মেতে থাকার। সেখানে দাঁড়িয়ে দিনভর ফোন আসায় প্রবল সমস্যায় পড়েন যুবক। কীভাবে তাঁর নম্বরটি ছড়িয়ে পড়ল সেটাই বুঝে উঠতে পারছেন না যুবক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.