সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুকুর বা বিড়ালকে বাড়িতে পোষ্য হিসাবে রাখেন অনেকেই৷ ঘোড়াকেও বাড়িতে পোষ্য হিসাবে যত্নে লালনপালন করা নতুন কিছু নয়৷ আর সেই পোষ্যই বাড়িতে থাকতে থাকতে একসময় হয়ে ওঠে সবচেয়ে আপন, কাছের জন৷ সে কখন খাবে, কী খাবে- এই ভাবনাচিন্তা সবসময় ঘুরপাক খায় মনিবের মাথায়৷ মনিব যাবেন বেড়াতে৷ কিন্তু ওই সময়ে একা কীভাবে থাকবে পোষ্য? ঠিকঠাক থাকবে কি না, খিদে পেলেই বা দেখবে কে? পোষ্য তো আর আমাদের মতো চিৎকার নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না৷ তাহলে উপায়? নিজের সঙ্গেই যদি পোষ্যকে নিয়ে যাওয়া যেত? যেমন ভাবা, তেমন কাজ। ঘোড়াকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন অস্ট্রিয়ার এক যুবক৷ তারপর কী হল? কীভাবেই বা পোষ্যকে নিয়ে গন্তব্যে পৌঁছলেন ওই যুবক? সেই ছবিই এখন নেটদুনিয়া কাঁপাচ্ছে৷
#mademyday (nicht selbst fotografiert) pic.twitter.com/2UAagITF7o
— Irene Czermak (@ICCzermak) August 22, 2018
অস্ট্রিয়ার এক যুবকের সর্বক্ষণের সঙ্গী তাঁর পোষ্য ঘোড়া ফ্রিডা৷ কিন্তু বাড়ি থেকে মনিব বেরিয়ে গেলে ফ্রিডাকে থাকতে হবে একা একা৷ অথচ কাজে তো যেতেই হবে৷ কী করবেন এই ভাবনাচিন্তাতেই মশগুল ছিলেন ওই যুবক৷ অনেক ভেবেচিন্তে অবশেষে একটি উপায়ও পেলেন তিনি৷ নিজের পোষ্য ঘোড়াকে নিয়েই বেরিয়ে পড়লেন৷ গন্তব্যে পৌঁছতে গেলে ট্রেনে উঠতে হবে ওই যুবককে৷ ঘোড়াকে সঙ্গে নিয়ে স্টেশনে পৌঁছালেন৷ স্টেশনে থাকা অন্যদের মধ্যে তখনই ফিসফিসানি শুরু হয়ে গিয়েছে৷ সবাই ভাবছেন, ঘোড়া সঙ্গে নিয়ে কি ট্রেনে উঠবেন ওই যুবক? নাকি স্টেশনেই মনিবের জন্য দাঁড়িয়ে থাকবে ঘোড়াটি? কিন্তু ওই যুবকের পক্ষে নিজের পোষ্যকে স্টেশনে দাঁড় করিয়ে একা ট্রেনে উঠে পড়া কোনওমতেই সম্ভব নয়৷ তাই ট্রেন স্টেশনে পৌঁছানোমাত্রই ঘোড়াটিকে নিয়ে ট্রেনে ওঠার জন্য তৈরি হয়ে যান তিনি৷ পরপর দু’বার ট্রেনে ওঠার চেষ্টা করেন৷ কিন্তু রেল কর্মীদের বাধায় পোষ্যকে নিয়ে ট্রেনে উঠতে পারেননি ওই যুবক৷ তবে কীভাবে তিনি গন্তব্যে পৌঁছালেন তা যদিও জানা যায়নি৷
কিন্তু যুবকের এই কীর্তি দেখে হাসি সামলে রাখতে পারেননি ট্রেনে থাকা যাত্রীরা৷ মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা৷ সেই ছবিই আপাতত ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ যুবকের এই পোষ্য প্রেমের প্রশংসাও করেছেন নেটিজেনরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.