সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ট্রেনিংয়ে (Police Training) এসে ঘুমিয়ে পড়ছিলেন বারবার। হেড কনস্টবলের (Head Constable) এই কাণ্ড দেখে বিরক্ত হয় উপরমহল। পুলিশকর্মীকে লিখিত জবাবদিহি করতে বলা হয়। সেই জবাবদিহি চিঠি ঘুরছে নেটদুনিয়ায়। কেন? কারণ ভাইরাল চিঠিতে যোগীরাজ্যের ওই কনস্টেবল জানিয়েছেন, বিপুল খাওয়াদাওয়ার ফলেই পুলিশ ট্রেনিংয়ের মধ্যেই ঘুমিয়ে পড়ছিলেন তিনি। বিপুল খাওয়াদাওয়া বলতে? হেড কনস্টবল জানিয়েছেন, সেদিন সকালে ২৫টা রুটি খেয়েছিলেন। খাবারের বহর এখানেই শেষ নয়!
সোমবার সুলতানপুরে ছিল উত্তরপ্রদেশ পুলিশের (Uttar Pradesh Police) ওই ট্রেনিং ক্যাম্প। কনস্টেবল রাম শরিফ যাদব (Ram Shareef Yadav) নিয়ম মতো ট্রেনিং ক্যাম্প যোগ দিয়েছিলেন। যদিও ট্রেনিং চলাকালীন বারবার ঘুমিয়ে পড়ছিলেন তিনি। ট্রেনিং ক্যাম্পের উচ্চপদস্থ কমান্ডার এতে বেজায় ক্ষিপ্ত হন। রাম শরিফকে লিখিত জবাবদিহি করতে বলা হয়। এর উত্তরে মাতৃভাষা হিন্দিতে মজার চিঠি লেখেন উত্তরপ্রদেশে পুলিশের ওই হেড কনস্টেবল।
অভিযুক্ত কনস্টেবল জবাব দেন, দাদুপুরের পুলিশ ট্রেনিং ক্যাম্প থেকে লখনউয়ের তাঁর বাড়ির দূরত্ব অনেকখানি। ট্রেনিং ক্যাম্পে যে খাবার দেওয়া হয় তাতে তাঁর পেট ভরে না। ফলে ঘটনার দিন সকালে পেট ভরে খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কী ছিল সেই খাবার? রাম শরিফ যাদব জানিয়েছেন, ওইদিন তিনি খান ২৫ রুটি, এক থালা ভাত, দুই বাটি ডাল এবং এক বাটি সবজি।
চিঠিতে আরও লেখেন, “এই কারণেই ট্রেনিং ক্যাম্পে সেদিন ঘুম পায় তাঁর।” রাম শরিফ চিঠিতে নিজের কাজের জন্য ক্ষমাও চান। জানান, ভবিষ্যতে এমনটা হবে না। এই চিঠিই এখন নেটদুনিয়ায় হিরো বনে গিয়েছে। এদিকে পুলিশকর্মীর ভাইরাল চিঠি পড়ে মজার সব প্রতিক্রিয়া দিচ্ছে আমজনতা। এক নেটিজেন লিখেছেন, “ভদ্রলোক সত্যবাদী বটে।” আরেকজন লিখেছেন, “২৫টা রুটি, দারুণ ব্যাপার কিন্তু।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.