Advertisement
Advertisement
Jammu and Kashmir

ডাকাতির উদ্দেশ্যে দিনভর ফলস সিলিংয়ে লুকিয়ে ব্যাংকেরই প্রাক্তন কর্মী! তারপর যা হল…

আগেও প্রতারণার অভিযোগ উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে।

Arrested Ex Employee Hides In False Ceiling Overnight To Rob Bank In Jammu and Kashmir | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 3, 2023 2:27 pm
  • Updated:May 3, 2023 3:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিকল্পনা করেই ঢুকেছিলেন ব্যাংকে। ডাকাতির উদ্দেশ্যে দিনভর লুকিয়েও ছিলেন ব্যাংকের ফলস সিলিংয়ে। সে রীতিমতো কষ্টসাধ্য এক ব্যাপার। তবুও হল না কার্যসিদ্ধি। গভীর রাতে ব্যাংকের সুরক্ষা ব্যবস্থা হ্যাক করতে গিয়েই বিপত্তি। শেষ পর্যন্ত হাতেনাতে ধরা পড়লেন যুবক।গ্রেপ্তার করল পুলিশ। অভিনব কায়দায় ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে জম্মু এবং কাশ্মীরে (Jammu and Kashmir)।

লোকে বলে, ঈশ্বর আর শয়তানের মেধার পার্থক্য সামান্য। প্রকৃত তফাত কাজের ধরনে। একজন সৃষ্টির পক্ষে তো আরেকজন ধ্বংসের উপাসক। যেমন ধরুন, ব্যাংক ডাকাতিতে অভিযুক্ত মহম্মদ আব্রার একজন প্রাক্তন ব্যাংককর্মী। যদিও সেবার ‘শয়তান’ ভর করেছিল তাঁর উপরে। ২০২১ সালে প্রতারণার অভিযোগে চাকরি হারান। এরপর নিজের ব্যাংকেই ডাকাতির পরিকল্পনা করেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: সমলিঙ্গ বিয়ে: সমকামী জুটিদের সামাজিক চাহিদা দেখতে কমিটি গঠন করবে কেন্দ্র]

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ব্যাংক খোলা থাকার সময় গ্রাহকদের ভিড়ে ব্যাংকে ঢোকেন মহম্মদ। এক সময় বুদ্ধি খাটিয়ে অফিসের ফলস সিলিংয়ে গা ঢাকা দেন। এরপর গভীর রাতে ফাঁকা ব্যাংকে অপরেশনে নামেন। উদ্দেশ্য ছিল নিজের অ্যাকাউন্টে মোটা টাকা ট্রান্সফার করে ফেলা। কিন্তু ব্যাংকের সুরক্ষা ব্যবস্থা হ্যাক করতে গিয়েই বিপদ হয়। সতর্কবার্তা পৌঁছে যায় ওই ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে। তাঁরা পুলিশে খবর দেন।

[আরও পড়ুন: ঘাতক গাড়ির ছাদে ছিটকে পড়লেন স্কুটারচালক! তবু ৩ কিমি ছুটল চারচাকা, মৃত্যু যুবকের]

কাকভোরে পুলিশ হাজির হয় উপত্যকার মেন্ধর এলাকার ওই ব্যাংকটিতে। গ্রেপ্তার করা হয় মহম্মদকে। এই ঘটনায় যুবকের কোনও সঙ্গী ছিল কিনা, কীভাবে সে ব্যাংকের ফলস সিলিংয়ে ঢুকে পড়ল, তা খতিয়ে দেখছে কাশ্মীর পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement