সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্তব্যরত অবস্থায় ক্ষুধার্ত শিশুকে স্তন্যদান পুলিশ আধিকারিকের৷ মানবিকতার নজির গড়ে আপাতত নেটদুনিয়ায় ভাইরাল তিনি৷ চাকরিতে পদোন্নতি হল আর্জেন্টিনার পুলিশ আধিকারিক সেলেস্তা জ্যাকুলিন আয়ালার৷
গত সপ্তাহে বুয়েনস এয়ার্সের সিস্টার মারিয়া লুডোভিকা চিলড্রেনস হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ছিলেন আর্জেন্টিনার পুলিশ আধিকারিক সেলেস্তা জ্যাকুলিন আয়ালা৷ ওই হাসপাতালে একটি ছয় মাসের শিশুকে চিকিৎসার জন্য আনা হয়৷ হাসপাতালে নিয়ে আসার সময় যথেষ্ট অপরিচ্ছন্ন ছিল ওই শিশুটি৷ হাসপাতালে ঢুকতে না ঢুকতে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে শিশুটি৷ কোনওভাবেই থামানো যাচ্ছিল না তাকে৷ কেনই বা এত কাঁদছে সে, তাও বোঝা যাচ্ছিল না৷ ইতিমধ্যেই ওই শিশুটির কাছে গিয়ে পৌঁছান সেলেস্তা৷ মায়ের মতোই কাছে টেনে নিয়ে শিশুটির কান্না থামাতে স্তন্যপান করাতে শুরু করেন তিনি৷ ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মার্কোস হেরেডিয়া নামে এক ব্যক্তি৷ পুলিশকর্মীর মানবিকতা অবাক করে তাঁকে৷ মুঠোফোনে মুহূর্ত বন্দি করেন তিনি৷ এরপর তা পোস্ট করেন নিজের ফেসবুক ওয়ালে৷ এখনও পর্যন্ত তার ছবিটি এক লক্ষ এগারো হাজারেরও বেশি শেয়ার হয়েছে৷ মার্কোস হেরেডিয়ার মতোই সেলেস্তার স্তন্যদানের ঘটনা মুগ্ধ করে নেটিজেনদের৷ পুলিশকর্মীর এই কাজকে কুর্নিশ জানান সকলেই৷ বাহবা জানান প্রত্যেকেই৷
বুয়েনস আইয়ার্সের ভাইস প্রেসি়ডেন্ট ক্রিস্টিয়ান রোটোন্ড পুলিশকর্মীর শিশুকে স্তন্যপান করানোর ছবি দেখেন৷ আর্জেন্টিনার পুলিশ আধিকারিক সেলেস্তা জ্যাকুলিন আয়ালার প্রশংসা করেন তিনি৷ একটি ক্ষুধার্ত শিশুর কান্না থামানোর জন্য আয়ালাকে ধন্যবাদও জানান তিনি৷ নিজের বাড়িতে আয়ালাকে আমন্ত্রণ জানান বুয়েনস আইয়ার্সের ভাইস প্রেসি়ডেন্ট ক্রিস্টিয়ান রোটোন্ড৷ আয়ালার ‘স্বতঃস্ফূর্ত ভালবাসার প্রকাশ’ দেখে উপহারও দেওয়া হয় তাঁকে৷ আগে পুলিশ আধিকারিকের পদে কাজ করতেন আয়ালা৷ তবে বর্তমান পদোন্নতি হয় তাঁর৷ মানবিকতার নজির তৈরি করে পুলিশ আধিকারিক থেকে সার্জেন্ট হলেন আয়ালা৷
বুয়েনস আইয়ার্সের ভাইস প্রেসি়ডেন্ট ক্রিস্টিয়ান রোটোন্ডের প্রশংসায় খুশি হয়েছেন আয়ালা৷ নিজেরও ১৬ মাসের একটি সন্তান রয়েছে তাঁর৷ ওই শিশুর কান্না দেখে নিজের সন্তানের কথা মনে পড়ে যায় আয়ালার৷ তাই ওই দুধের শিশুকে কাঁদতে দেখে কোলে টেনে নিয়ে দুধ খাওয়ান তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.