সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ঘরে বসেই আজ গোটা পৃথিবীর খবর পাওয়া যায়। কর্ণাটকে বসেই হাতের মুঠোফোন থেকে দেখে নেওয়া যায় ক্যালিফোর্নিয়ার খবর। বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও দেখে কখনও আমাদের মন ভাল হয়ে যায়। আবার কোনও মর্মান্তিক ঘটনার ছবি কিংবা ভিডিও দেখে চোখ ভরে ওঠে জলে। তবে মঙ্গলবার ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) -এর আধিকারিক সুশান্ত নন্দার টুইটারে পোস্ট করা একটি ভিডিও দেখে হাড়হিম হয়ে যাচ্ছে অনেকের। যেখানে একটি বিষধর গোখরো সাপের লেজ ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে এক বৃদ্ধাকে। ভিডিওটি ভারতেরই একটি গ্রামের বলে জানা গিয়েছে।
Grandma that’s not the way to treat a COBRA😳 pic.twitter.com/RkQg8gdBQk
— Susanta Nanda IFS (@susantananda3) May 26, 2020
২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রামের একটি রাস্তা দিয়ে দ্রুতগতিতে হেঁটে আসছেন এক বৃদ্ধা। তাঁর ডান হাতে ধরা রয়েছে একটি গোখরো সাপের লেজ। সেটি ধরে সাপটিকে টানতে টানতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। প্রচণ্ড রাগে সাপটি তাঁকে ছোবল মারার চেষ্টা করলেও। সফল হচ্ছে না। কিছুটা যাওয়ার পর একটি পুকুরের মধ্যে সাপটিকে ছুঁড়ে ফেলে দিতে দেখা যায় ওই বৃদ্ধাকে। ভিডিওটির ক্যাপশনে সুশান্ত নন্দা লিখেছেন, ঠাকুমা একটা গোখরো সাপকে শায়েস্তা করার এটা উপায় নয়।
ভিডিওটি শেয়ার করার পরেই অল্প কয়েক ঘণ্টার মধ্যে ১৮ হাজারের বেশি মানুষ এটি দেখে ফেলেছেন। পছন্দও করেছেন দেড় হাজারের বেশি মানুষ। আর তাঁদের মধ্যে কোনও কোনও নেটিজেন বলছেন, ওই বৃদ্ধার সাহসকে কুর্নিশ জানাই। যেভাবে নিজের শরীর থেকে দূরত্ব বজায় রেখে বিষধর গোখরো সাপটিকে তিনি শায়েস্তা করলেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। দেখে মনে হচ্ছে উনি বয়সে বৃদ্ধা হলেও এখনও পর্যন্ত খুবই কর্মঠ ও শক্তিশালী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.