সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই সাধারণতন্ত্র দিবস। কলকাতা থেকে রাজধানী দিল্লি, ২৬ জানুয়ারি পালনের জন্য সেজে উঠছে গোটা দেশ। এমন পরিবেশে অভাবনীয় কাণ্ড ঘটিয়েছেন অমৃতসরের এক স্কুল শিক্ষক। সামান্য টুথপিক জুড়ে জুড়ে বানিয়ে ফেলেছেন আস্ত একটি জাতীয় পতাকা।
৭১তম সাধারণতন্ত্র দিবসকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নেন অমৃতসরের একটি সরকারি স্কুলের শিক্ষক বলজিন্দর সিং। ৭১ হাজার টুথপিককে একটার পর একটা পাশাপাশি জুড়েছেন তিনি। তারপর সেটিকে গেরুয়া, সাদা ও সবুজ রঙে রাঙিয়ে দিতেই তা আস্ত জাতীয় পতাকার রূপ নিয়েছে। বলজিন্দর সিং বলেন, “সাধারণতন্ত্র দিবসের আগে আমি টুথপিক দিয়ে জাতীয় পতাকা তৈরি করেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম, এই বিশেষ দিনে এমন কী বানানো যায় যা আগে কেউ কখনও করেনি। তারপরই মাথায় এই আইডিয়া এল। আমি তাই এটাই দীর্ঘতম পতাকা হয়ে উঠুক। ৪০ দিনের পরিশ্রমে পতাকাটি তৈরি করেছি।” তিনি আরও জানান, জেলা স্তরে তিনি সাধারণতন্ত্র দিবস উদযাপন করবেন। সেখানেই সকলের সামনে এই জাতীয় পতাকাটি তুলে ধরতে চান তিনি।
Punjab: A government school teacher, Baljinder Singh from Amritsar has made a national flag using toothpicks. He says,”I have made the national flag using 71,000 toothpicks to mark the 71st Republic day. It took me 40 days to complete it”. pic.twitter.com/MO8eOg5bbw
— ANI (@ANI) January 23, 2020
স্কুল শিক্ষকের এই অনন্য কীর্তিতে সাধুবাদ জানিয়েছেন নেটদুনিয়ার বাসিন্দারা। তাঁর নিখুঁত শৈল্প্য অবাক করেছে নেটিজেনদের। প্রত্যেকেই বলজিন্দর সিংয়ের প্রশংসা করে তাঁকে কুর্নিশ জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, “আপনার দেশাত্মবোধকে স্যালুট করি।” অন্য একজন তাঁকে লিখেছেন, “এভাবেই কাজ চালিয়ে যান।”
We salute your patriotism…#JaiHind
— UJJWAL SINGH🇮🇳 (@UJJWAL314) January 23, 2020
बहुत सुन्दर 🙏🤝👏👏🇮🇳
— SSP sanjay Kumar pandey (@SSPsanjayKumar1) January 23, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.