Advertisement
Advertisement

Breaking News

Football

ডিম-দুধের পর ফুটবলে ম্যাচসেরার পুরস্কার ভেড়া! কেন এমন আজব ‘ট্রফি’?

নেটিজেনদের প্রশ্ন, মেষশাবকটির কি হবে?

After eggs and milk, the man of the match award in football is a sheep! Why such a strange 'trophy'?
Published by: Prasenjit Dutta
  • Posted:April 25, 2025 8:17 pm
  • Updated:April 25, 2025 8:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমন কি কেউ কখনও শুনেছেন? কোনও খেলোয়াড় ম্যাচসেরা পুরস্কার হিসেবে টাকা, গাড়ি বা বড়জোর বাইক পান। কিন্তু এক্ষেত্রে ভিন্ন ঘটনা। যা তাজ্জব করেছে নেটিজেনদের। ম্যাচসেরার পুরস্কার হিসেবে এক ফুটবলারকে তুলে দেওয়া হয়েছে আস্ত একটা মেষশাবক।

তবে, এতে অকারণে হইচই করার মতো কোনও ব্যাপার নেই। এটাই নাকি নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে’র ঐতিহ্য। এই তো গত মাসেই চার ট্রে ডিম পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল ক্লাবটির পক্ষ থেকে। এখানেই শেষ নয়। এপ্রিলের শুরুতে দেওয়া হয় কয়েক কার্টন দুধ। আর এবার দুধসাদা মেষশাবককে ‘উপহার’ হিসেবে তুলে দেওয়া হয়েছে অ্যাক্সেল ক্রাইগারকে।

Advertisement

২৭ বছর বয়সি এই তরুণ ফুটবলার এমন পুরস্কার হাতে পেয়ে একেবারে খুশিতে ডগমগ। অ্যাক্সেল মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। নরওয়ের শীর্ষ লিগ এলিটসেরিয়েনের ম্যাচ। ওই ম্যাচে হেগসুন্দকে ৩-১ গোলে উড়িয়ে দেয় ব্রাইন। শুরুতেই পেনাল্টি থেকে গোল করে ব্রাইনকে এগিয়ে দেন ক্রাইগার। গোটা ম্যাচে তাঁর দুর্দান্ত ফুটবল তারিফ কুড়িয়েছে। আর তাই ঐতিহ্যের অঙ্গ হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় ফুটফুটে একটা মেষশাবক। এই ছবি তিনি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। যা দ্রুত ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

উল্লেখ্য, কেন এমন ‘আজব’ পুরস্কার দেওয়ার রীতি? আসলে ম্যাচের সেরা খেলোয়াড় যাতে সারাজীবন পুরস্কার প্রাপ্তির মুহূর্তটিকে মনে রাখেন, তার জন্য এই ব্যবস্থা। যাই হোক নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, মেষশাবকটির সঙ্গে কি হবে? ব্রাইন ইতিমধ্যেই স্পষ্ট জানিয়েছে, ‘পুরস্কার হিসেবে তুলে দেওয়া মেষশাবকটি কৃষকের সঙ্গে সময়মতো ফিরে যাবে।’ অর্থাৎ, ক্রাইগারকে সঙ্গে করে নিয়ে যেতে হবে না শাবকটিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub