সংবাদ প্রতিদিন ডিজিডাল ডেস্ক: কথায় বলে যে ‘গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়’, কিন্ত যে মোষ দুধ দেয় না, তার ক্ষেত্রে কী করা উচিত! মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক কৃষক অনন্যোপায় হয়ে পুলিশের দ্বারস্থ হলেন। ওই কৃষকের অভিযোগ, দিব্য ছিল তাঁর নধর মোষটি। প্রতিদিন কয়েক লিটার করে দুধও দিত। হঠাৎই দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে মোষটি। এর পিছনে নিশ্চয়ই কোনও ষড়যন্ত্র আছে! সেই রহস্যের সমাধানেই থানায় অভিযোগ দায়ের করলেন তিনি। ঘটনায় অস্বস্তিতে পড়েছে স্থানীয় পুলিশ।
না, অভিযুক্ত মোষটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি কৃষক। তবে যা করেছেন তাতেও হকচকিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। শনিবার মোষটিকে সঙ্গে নিয়ে স্থানীয় নয়াগাঁও থানায় হাজির হন বছর ৪৫-এর কৃষক বাবুলাল যাদব। পুলিশ আধিকারিকদের কাছে তিনি অভিযোগ করেন, তাঁর এই মোষটি দিব্য দুধ দিচ্ছিল। সেই দুধ খেত তাঁর গোটা পরিবার। কিন্তু গত ৫ দিন হল দুধ দেওয়া বন্ধ করেছে প্রিয় পোষ্য। এমন নয় যে বাবুলাল তাঁকে খেতে দেয়নি বা সে অসুস্থ হয়ে পড়েছে। প্রশ্ন হল, তাহলে সে দুধ দিচ্ছে না কেন?
A farmer in MP took his buffalo to a police station on Saturday, complaining that the animal refused to be milked & was possibly under the influence of witchcraft. However, police helped him with some veterinary advice, following which,his issue was resolved.
Thank goodness 🤣🤦 pic.twitter.com/UWxOEzbnj0
— Tushar Kant Naik 🇮🇳ॐ♫₹ (@Tushar_KN) November 14, 2021
বাবুলালের বক্তব্য, ওঝা বা তান্ত্রিক দিয়ে তন্ত্রমন্ত্র করে তাঁর মোষটির দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে গ্রামেরই কেউ। পুলিশকে এর সমাধান করতেই হবে। বাবুলালের বক্তব্যে চরম অস্বস্তিতে পড়ে মধ্যপ্রদেশ নয়াগাঁও থানার পুলিশ। তন্ত্রমন্ত্র বা জাদুটোনা করে মোষের দুধ দেওয়া বন্ধ করা যায় না, অন্য কারণে মোষটি দুধ দিচ্ছে না। পুলিশ একথা বাবুলালকে বারবার বোঝালেও তিনি তা শুনতে রাজি হননি।
এদিকে মোষ সঙ্গে করে থানায় গিয়ে বাবুলালের অভিযোগ জানানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় মজা পেয়েছে নেটাগরিকরা। অন্যদিকে ডিএসপি (DSP) অরবিন্দ শাহ এই ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি জানান, বাবুলালকে একবার বোঝানো সত্বেও সে ফের আসে থানায়। এরপর গ্রামে গিয়ে বাসিন্দাদের বোঝানো হয় যে মোষটি অসুস্থ, একজন ভাল পশু চিকিৎসককে দেখানো দরকার। শেষ পর্যন্ত পুলিশের কথা মানেন কৃষক বাবুলাল ও তাঁর প্রতিবেশীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.