Advertisement
Advertisement

Breaking News

African Parrot

হারানো টিয়ার খোঁজে থানায় অভিযোগ মালিকের, দু’সপ্তাহ পর বর্ধমান থেকে উদ্ধার পোষ্য

৮ আগস্ট বালি থানায় টিয়া নিখোঁজের ডায়েরি করা হয়। 

African Parrot rescued from Bardhaman through social media | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 21, 2022 1:26 pm
  • Updated:August 21, 2022 1:29 pm  

স্টাফ রিপোর্টার, হাওড়া: বাড়ির আদরের ছোট ছেলে সে। সকলের চোখের মণি। বারান্দায় খেলতে খেলতে সেই ‘ছেলে’ আচমকা উধাও হয়ে যাওয়ার পর থেকে দু’চোখের পাতা এক করতে পারেননি বেলুড়ের (Belur) রাজকৃষ্ণ কুমার স্ট্রিটের বাসিন্দা তপনকুমার সরকার। অবশেষে তদন্তে নেমে সোশ‌্যাল মিডিয়ার মারফত জানতে পেরে তাকে বর্ধমান থেকে উদ্ধার করল বালি থানার পুলিশ।

এই ছেলে অবশ‌্য মানবসন্তান নয়, একটি ধূসর রঙের আফ্রিকান টিয়াপাখি (African Parrot)। নাম তার রিও। পাখিটি উড়তে পারে না। গত ৭ আগস্ট দুপুর পৌনে ২টো নাগাদ নিখোঁজ হয়ে গিয়েছিল তপন সরকারের বাড়ির পোষ‌্য ১ বছর ৪ মাস বয়সের রিও। আশপাশের বাড়ি ও গোটা পাড়ায় তন্নতন্ন করে খুঁজেও না পেয়ে পরদিন ৮ আগস্ট বালি থানায় নিখোঁজ ডায়েরি করেন তপনবাবু। এরপরই তাকে খুঁজে বার করতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে সোশ্যাল মিডিয়ার সাহায্যে পুলিশ জানতে পারে রিও-কে তুলে নিয়ে গিয়েছিল তিন যুবক। তারপর তাকে বর্ধমানের (Bardhaman) মহম্মদ মোস্তাফা নামে এক যুবকের কাছে বিক্রি করে দেওয়া হয়। অবশেষে অভিযুক্তদের ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে বর্ধমান থেকে পুলিশ রিও-কে উদ্ধার করে। প্রায় ২ সপ্তাহ পর শনিবার থানায় রিও-র বাবা, মা কে ডেকে তাঁদের হাতে ছেলেকে তুলে দেয় পুলিশ। রিও-কে না পেয়ে কার্যত নাওয়া-খাওয়া ভুলে গিয়েছিলেন রিও-র বাবা, মা ও দিদি। এদিন বাড়ির ছোট ছেলেকে পেয়ে খুশি তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: অ্যাম্বুল্যান্স অমিল, ঠেলাগাড়িতেই হাসপাতালে বৃদ্ধ! ‘খবর’ করায় এফআইআর সাংবাদিকদের বিরুদ্ধে]

তপনবাবুর স্ত্রী স্বপ্না সরকার বলেন, ‘‘আমাদের একটি মেয়ে আছে। রিও পাখি হলেও ও আমার ছোট ছেলে। আমার মেয়ে ওকে ভাইফোঁটা দেয়।’’ তাঁর কথায়, ‘‘উড়তে পারে না বলে গত ৭ আগস্ট অন্যান্য দিনের মতোই দুপুরে ওর বাবার হাতে চেপে পাড়া বেড়াতে গিয়েছিল রিও। তারপর বাড়িতে আসার পর থেকেই তার আর দেখা মেলেনি।’’

[আরও পড়ুন: মোবাইল গেমে হারার শাস্তি ২০০ বার জুতো পেটা! ভাইরাল নৃশংস ভিডিও]

মাস চারেক আগে ঘটা করে পালিত হয়েছে রিও-র জন্মদিন। এদিন তপনবাবু বলেন, ‘‘আমাদের বাড়ির বারান্দা থেকে কেউ ওকে তুলে নিয়ে গিয়েছিল। তার পর চার হাত ঘুরে আমার ছেলে বিক্রি হয়ে গিয়েছিল। পুলিশের সাহায্যে ফিরে পেলাম।’’ পুলিশ সূত্রে খবর, পাখির খোঁজে ফেসবুকেও আবেদন জানান মালিক। এরপর বেলুড় মঠের কাছে কেউ পাখিটি উদ্ধার করেছে বলে আর একটি ফেসবুক পোস্ট করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement