Advertisement
Advertisement
সাপ যৌনাঙ্গ যুবক

কমোডে ঘাপটি মেরে বসেছিল বিপদ, শৌচকর্ম সারতে গিয়ে এ কী কাণ্ড হল যুবকের

কী হল যুবকের?

A youth snake toilet private part central vietnam
Published by: Sayani Sen
  • Posted:September 10, 2020 1:31 pm
  • Updated:September 10, 2020 1:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনে বুঁদ যুবক। আচমকাই প্রকৃতির ডাক। সে ডাক অগ্রাহ্য করার ক্ষমতা নেই তাঁর। কিন্তু স্মার্টফোনে দেখতে থাকা ভিডিও থেকে চোখ সরানোর পরিস্থিতি নেই। কারণ, তাঁর মনে হচ্ছে চোখের পলক পড়লেই হবে মিস। তাই বাধ্য হয়ে স্মার্টফোন হাতে শৌচালয়ে (Toilet) ঢোকে যুবক। শৌচকর্ম সারতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী ওই যুবক।

আচমকাই শৌচালয় থেকে চিৎকারের শব্দ পান যুবকের মা। তিনি হতভম্ব হয়ে যান। এগিয়ে যান শৌচালয়ের দিকে। দেখেন তাঁর ছেলে শৌচালয় থেকে দৌড়ে বেরিয়ে আসছে। তাঁর নিম্নাঙ্গে একটি সুতোও নেই। যন্ত্রণায় ছটফট করছেন যুবক। শৌচালয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অবাক। কী হল ছেলের, কিছুতেই বুঝতে পারেননি তিনি। এরপর কমোডের ভিতর তাকাতেই চক্ষু ছানাবড়া। ওই যুবকের মা দেখেন কমোডের ভিতর গুটিসুটি দিয়ে বসে রয়েছে একটি বিশালাকার সাপ। ওই সাপটি (Snake) তাঁর ছেলের যৌনাঙ্গে কামড়ে দেয়। তার ফলেই রক্তারক্তি কাণ্ড। যন্ত্রণায় কাতরাচ্ছেন যুবক।

Advertisement

[আরও পড়ুন: করোনা থেকে বাঁচতে অভিনব পন্থা, স্কুলে তাঁবুর অন্দরে বসেই ক্লাস করছে খুদেরা

মধ্য ভিয়েতনামের ওই যুবককে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসা হয় তাঁর। চিকিৎসক জানান, যৌনাঙ্গে কামড়ের ফলে যন্ত্রণা হচ্ছে যুবকের। তাই তাঁকে আগে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এছাড়া যাতে কোনওভাবে বিষ ছড়িয়ে পড়ে যুবক অসুস্থ না হয়ে পড়েন, সেদিকেও খেয়াল রাখা হয়েছে। আপাতত ওই হাসপাতালেই ভরতি রয়েছেন তিনি। যুবকের মা বলেন, “আচমকা ছেলের চিৎকার শুনে আঁতকে উঠেছিলাম। যখন বুঝতে পারলাম কী হয়েছে, তখন নিজেকে অসহায় লাগছিল। ছেলের প্রাণ সংশয় হবে না তো, সেই চিন্তাও মাথায় এসেছিল। তবে বর্তমানে ছেলে সুস্থ রয়েছে দেখে শান্তিতে রয়েছি।” কিন্তু কী করে বাড়িতে সাপ ঢুকল, তা বুঝতে পারছেন না ওই যুবকের মা।

[আরও পড়ুন: কাবাবে মজে মন! লকডাউন ভেঙে গাড়ি নিয়ে ৭৫ কিমি পাড়ি দিলেন যুবতী, তারপর….]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement