Advertisement
Advertisement
Bangladesh

নজিরবিহীন, বাংলাদেশে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন বধূ

কেমন আছে মা ও শিশুরা?

A woman gave birth to five children at once at the Dhaka Medical College | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 8, 2024 8:58 pm
  • Updated:January 8, 2024 9:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মহিলা। ফের ঘটনাস্থল বাংলাদেশ। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তানরা সুস্থ। তবে সদ্যোজাতদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই খুশির হাওয়া পরিবারে। শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

জানা গিয়েছে, ওই মহিলার নাম রুনা আক্তার। বাংলাদেশের চাঁদপুরের দাশাদী গ্রামের বাসিন্দা তিনি। স্বামী কর্মসূত্রে থাকেন সৌদি আরবে। পরিবার সূত্রে খবর, রবিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় রুনাকে। সোমবার সকালে ৯ টা বেজে ৪০ মিনিট নাগাদ প্রথম সন্তানের জন্ম দেন তিনি। এর পর একে একে আরও ৪ সন্তান হয়েছে মহিলার। হাসপাতাল সূত্রে খবর, সদ্যোজাতরা প্রিম্যাচিওর। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: হাসিনা হাসলেও বাংলাদেশে নির্দলদের দাপট, সংসদে প্রধান বিরোধী ‘দলহীন’রাই?]

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশেই দুই মহিলা এক সঙ্গে চারটি করে সন্তানের জন্ম দিয়েছিলেন। তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। সেক্ষেত্রেও সদ্যোজাতরা সকলেই ছিল প্রিম্যাচিওর। ওজন ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। তাঁদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

[আরও পড়ুন: হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দিলেন ভারতের রাষ্ট্রদূত, দিল্লিকেই অগ্রাধিকার মুজিবকন্যার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement