Advertisement
Advertisement
প্যারাগ্লাইডিং গিয়ে আতঙ্ক

‘৫০০ টাকা নিয়ে নামিয়ে দে ভাই’, প্যারাগ্লাইডিংয়ে গিয়ে ভাইরাল যুবকের কীর্তি

উড়তে গিয়ে এ কী বিপদ! হাসির রোল নেটদুনিয়ায়।

A video of a man paragliding in Manali has left netizens in splits
Published by: Subhajit Mandal
  • Posted:August 28, 2019 4:05 pm
  • Updated:August 28, 2019 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শখ ছিল আকাশে ওড়ার। খোলা আকাশে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াতে কার না ইচ্ছে করে..। কিন্তু ওই যে, ইচ্ছে আর বাস্তবের মধ্যে আসমান-জমিন তফাৎ। সেই তফাৎ বেশ ভাল মতোই টের পেলেন উত্তরপ্রদেশের বান্দার বাসিন্দা বিপিন সাহু। আকাশে উড়তে গিয়ে তিনি এমন কাণ্ড ঘটালেন যা দেখে রীতিমতো হাসির রোল পড়ে গেল নেটদুনিয়ায়। গত দু’তিন দিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরছে ভিডিওটি। আর তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। 

[আরও পড়ুন: OMG! কুমিরের জন্য মন্দির তৈরির সিদ্ধান্ত গ্রামবাসীদের]

আকাশে ওড়ার শখ ছিলই। বন্ধুদের সঙ্গে মানালিতে গিয়ে সুযোগটাও পেয়ে যান তিনি। বন্ধুদের জোরাজোরিতে একটু নিমরাজি হয়েই প্যারাগ্লাইডিং শুরু করেন মানালি। কিন্তু, আকাশে ওড়া তো আর সহজ কাজ নয়। মাটি থেকে পা মহাশূন্য তুলতে সাহসের প্রয়োজন হয়। প্যারাস্যুটটি কিছুটা উপরে উঠতেই তা টের পেয়ে যান বিপিন। কিছুটা ওপরে ওঠার পরই ভয়ে কুঁকড়ে যান তিনি।

Advertisement

[আরও পড়ুন: প্লাস্টিকের বোতল ডাস্টবিনে ফেলল কাক! নেটদুনিয়ায় ‘হিরো’ ঝাড়ুদার পাখি]

ভিডিওটি তোলা হয়েছিল গত জুলাই মাসে। যদিও, ভাইরাল হয়েছে সম্প্রতি। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিছুটা উচ্চতায় উঠতেই ভয়ে কুঁকড়ে ওঠেন বিপিন। কোনও অজানা ভীতিতে চিৎকার করে উঠছেন তিনি। নানা রকমের আওয়াজ বেরচ্ছিল তাঁর মুখ দিয়ে। বারবার ইনস্ট্রাকটরকে অনুরোধ করছেন তাঁকে নামিয়ে দিতে। মজার কথা হল, এসব যখন চলছে তখনও সেলফি-স্টিক হাতে দিব্যি ভিডিও শ্যুট করে চলেছেন ওই যুবক। বিপিন একসময় ভয়ের জেরে নিজেকেই গালাগালি দিতে থাকেন। চেঁচিয়ে বলতে থাকেন, এখানে আসা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। উড়ন্ত অবস্থায় ইনস্ট্রাকটরকে বলতে থাকেন, “লাগলে দু’-পাঁচশো টাকা বেশি দেব, আমাকে নামিয়ে দে। আমি মরে যাব।”
শেষপর্যন্ত অবশ্য মরতে হয়নি বিপিনকে। ইনস্ট্রাকটরের নির্দেশমতো অক্ষত অবস্থাতেই নামতে পেরেছেন তিনি। তবে, তাঁর ওই উড়ন্ত কীর্তি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement