Advertisement
Advertisement
Dung

‘দেহ-মন শুদ্ধ হয়ে গেল’, গোবর খেয়ে বললেন ডাক্তার! ভিডিও ভাইরাল

গোবর খেলে রোগমুক্তি হয়, এমন আজব দাবি বারবার করেছেন কট্টর হিন্দুত্ববাদীরা।

A video of a doctor eating cow dung on camera has gone viral online। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 18, 2021 5:25 pm
  • Updated:November 18, 2021 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোমূত্র কিংবা গোবর (Cow dung)। সাম্প্রতিক সময়ে ভারতে গরুর বর্জ্য খাওয়ার পক্ষে বারবার সওয়াল করতে দেখা গিয়েছে কট্টর হিন্দুত্ববাদীদের। এমনকী, অতিমারীর সময়ে করোনা সারানোর নিদান হিসেবেও গোবর খাওয়ানোর পরামর্শ দেখা গিয়েছে বিজেপি নেতাকে। কিন্তু এবার হরিয়ানায় দেখা মিলল এক চিকিৎসকের, যিনি গোবর খেয়ে তার ‘গুণাগুণ’ নিয়ে উচ্ছ্বসিত হলেন। এমবিবিএস এমডি ওই চিকিৎসকের গোবর খাওয়ার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

হরিয়ানার কার্নালের বাসিন্দা মনোজ মিত্তল একজন শিশু চিকিৎসক। ভিডিওয় তাঁকে পঞ্চগব্যের উপকারিতা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। তারপর কথা বলতে বলতে অনায়াসে গোবর মুখে তুলে অনায়াসে খেতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিওয় মনোজ জানিয়েছেন, ওঁর মা-ও উপবাসের সময় গোবর খেতেন। সেই ধারা বজায় রাখছেন তিনিও। আর গোবরের গুণাগুণ? মনোজের কথায়, ”তন মন পবিত্র হো যায়েগা।” অর্থাৎ শরীর ও মন, দুই-ই পবিত্র রাখে গোবর। তাঁর মতে, গোবর শরীরে একবার প্রবেশ করলে শরীরকে শুদ্ধ করে তোলে।

Advertisement

[আরও পড়ুন: বেঙ্গালুরুতে একটি ষাঁড় বিকোল ১ কোটি টাকা দামে! কেন জানেন?]

এমন ভিডিও যে ভাইরাল হবে দ্রুত, তা বলাই বাহুল্য। ‘ভাইরাল হরিয়ানা’ নামে এক টুইটার ইউজার এটি শেয়ার করতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অনেকেই সেটি শেয়ার করেন। নানা কমেন্টও জমা পড়তে থাকে ভিডিওর তলায়। একজন লেখেন, ”উনি এমন অনায়াসে গোবর মুখে পুরলেন, কেউ রাজমা চাওলও এত সহজে খায় না।”

উল্লেখ্য, গোবরের গুণাগুণ নিয়ে এর আগেও অনেককেই সওয়াল করতে দেখা গিয়েছে। এমনকী, গুজরাটে গোবর মেখে স্নান করতেও দেখা যাচ্ছিল বহু ধর্মপ্রাণ মানুষকে। যদিও সেই সময়ই ডাক্তাররা জানিয়েছিলেন, গোবরস্নান করোনা থেকে বাঁচায়, এমন কোনও প্রমাণ এযাবৎ মেলেনি। বরং গোবর থেকে অন্য ধরনের সংক্রামক ব্যাধি হতে পারে। এবার এক ডাক্তারকেই দেখা গেল গোবর খেয়ে তার গুণাগুণে পঞ্চমুখ হতে।

[আরও পড়ুন: পাঁচদিন ধরে দুধ দিচ্ছে না মোষ, থানায় অভিযোগ দায়ের করলেন কৃষক!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement