Advertisement
Advertisement

Breaking News

Ripped out pages from Passport

প্রেমিকার সঙ্গে মালদ্বীপে, বউয়ে হাতে ধরা পড়ার ভয়ে পাসপোর্ট ছিঁড়লেন ব্যক্তি, তারপর…

পাসপোর্টের আটটি পাতা ছিঁড়ে ফেলেন ওই ব্যক্তি।

A Mumbai man’s ploy to hide Maldives trip from wife landed him in jail | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 9, 2022 4:23 pm
  • Updated:July 9, 2022 9:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বউকে বলেছিলেন, অফিসের কাজে বিদেশ যাচ্ছেন। যদিও আসল ঘটনা অন্য। আদতে প্রেমিকার সঙ্গে প্রমোদ ভ্রমণে মালদ্বীপ (Maldives) যান এক ব্যক্তি। যাবতীয় কাণ্ড ফাঁস হল আজব ঘটনায়। বউয়ের থেকে পুরো বিষয়টি লোকাতে নিজের পাসপোর্টের (Passport) বেশকিছু পাতা ছিঁড়ে ফেলেন ওই ব্যক্তি। এই কারণে বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর জিজ্ঞাসাবাদে সবটা পরিস্কার হয়। গোটা ঘটনায় অবাক ইমিগ্রেশন দপ্তরের আধিকারিকরা।

বৃহস্পতিবার রাতে বছর ৩২-এর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport)।আসলে মালদ্বীপ থেকে ফেরা ওই ব্যক্তির পাসপোর্ট হাতে নিয়েই চমকে যান বিমান সংস্থার কর্মীরা। দেখা যায়, পাশপোর্টের বেশকিছু পাতা ছিঁড়ে ফেলা হয়েছে। কেন এমন কাণ্ড করলেন ওই ব্যক্তি? চাপে পড়ে সবটা জানান তিনি। ইমিগ্রেশন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় ইঞ্জিনিয়ার। বিবাহিত। যদিও অন্য এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কও রয়েছে তাঁর। ওই মহিলার সঙ্গেই প্রমোদ ভ্রমণে সম্প্রতি মালদ্বীপে যান ওই ব্যক্তি। যদিও বউকে বলে যান অফিসের কাজে বিদেশ যাচ্ছেন। পুরো বিষয়টা বউয়ের থেকে লোকাতেই আশ্চর্য কাণ্ড করে বসেন ওই ব্যক্তি। পাসপোর্টের আটটি পাতা ছিঁড়ে ফেলেন তিনি। যেখানে মালদ্বীপ ইমিগ্রেশনের শিলমোহর ছিল।

Advertisement

[আরও পড়ুন: জল খেয়ে কল বন্ধ করল কুকুর! মানুষ কবে সচেতন হবে? ভিডিও দেখে প্রশ্ন নেটিজেনদের]

কিন্তু বৃহস্পতিবার রাতে মুম্বই বিমানবন্দরে নেমে ইমিগ্রশন চেকিংয়ে যেতেই বিপাকে পড়েন। প্রশ্ন ওঠে কেন পাশপোর্ট এতগুলি পাতা ছিঁড়ে ফেলে হল? ইমিগ্রেশন দপ্তরের আধিকারিকেরা শুরুতে পাচার বা অন্য গুরুতর কিছু সন্দেহ করছিলেন। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হয়। কিন্তু এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই ওই ব্যক্তি ভেঙে পড়েন এবং জানান, আসলে বউকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে মালদ্বীপে গেছিলেন তিনি। বিষয়টি বউয়ের চোখের আড়ালে রাখতেই পাসপোর্টের ওই পাতাগুলি ছিঁড়ে ফেলেন।

[আরও পড়ুন: লোকসভায় বিজেপির টার্গেট রাজ্যের ১৯টি হারা কেন্দ্র, জুলাই থেকেই শুরু কেন্দ্রীয় মন্ত্রীদের আনাগোনা]

ইমিগ্রেশন দপ্তরের এক আধিকারিক বলেন, “ইচ্ছাকৃতভাবেই তিনি পাশপোর্টে ৩-৬ পাতা ও ৩১-৩৪ নং পাতা ছিঁড়ে ফেলেন। প্রতারণা ও জ্বালিয়াতির অভিযোগে ওঁকে গ্রেপ্তার করা হয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement