সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনার্দো দ্য ভিঞ্চির (Leonardo da Vinci) অমর সৃষ্টি মোনালিসাকে (Mona Lisa) নিয়ে আজও মানুষের মুগ্ধতার শেষ নেই। পৃথিবীর অন্যতম জনপ্রিয় চিত্রটিকে দেখতে প্রতিদিনই প্যারিসের লুভের মিউজিয়ামে (Louver Museum) উপচে পড়ে শিল্পরসিকদের ভিড়। রবিবার সেখানেই ঘটল আজব ঘটনা। দর্শকদের মধ্যে থাকা একজন হুইল চেয়ারে বসা মহিলা আচমকা উঠে গিয়ে মোনালিসার ছবিতে কেক মাখিয়ে দিলেন। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েন উপস্থিত জনতা। নিরাপত্তারক্ষীরা আটক করেছে ওই যুবককে।
প্যারিসের সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, রবিবার লুভেরে অন্যদিনের মতোই সবকিছু স্বাভাবিক ভাবে চলছিল। উদ্ভট ঘটনার সময় দর্শকদের মধ্যে ছিলেন হুইল চেয়ারে বসা এক মহিলা। আচমকাই উঠে দাঁড়ান তিনি। ছুটে যান মোনালিসার ছবিটির দিকে। তার নকল লম্বা চুল খুলে পড়ায় বোঝা যায় তিনি আসলে পুরুষ। নিরাপত্তার জন্য কাচের ফ্রেমে ছবিটি থাকে, প্রথমে সেটি ভাঙার চেষ্টা করেন সেই যুবক। সেটি ভাঙতে না পেরে সঙ্গে আনা কেক লেপে দেন ছবিটিতে।
প্রথমটায় চোখের সামনে ঘটা আজব কাণ্ডের প্রতিক্রিয়ায় হতবাক হন উপস্থিত জনতা। পরে তাঁরা চিৎকার করে ওঠেন। ততক্ষণে অবশ্য যা ঘটার ঘটে গিয়েছে। এদিকে দর্শকদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন কয়েকজন নিরাপত্তারক্ষী। উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে যুবকের দিকে এগিয়ে গেলে নিরাপত্তারক্ষীরা আটক করে যুবককে। সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাকে।
Maybe this is just nuts to me💀but an man dressed as an old lady jumps out of a wheel chair and attempted to smash the bullet proof glass of the Mona Lisa. Then proceeds to smear cake on the glass, and throws roses everywhere all before being tackled by security. 😂??? pic.twitter.com/OFXdx9eWcM
— Lukeee🧃 (@lukeXC2002) May 29, 2022
ওই ঘটনার কিছু পরের দু’টি ভিডিও প্রকাশ্যে এসেছে। তার একটিতে দেখা গিয়েছে, কেক মাখা মোনালিসার ছবি। অন্য ভিডিওতে দেখা গিয়েছে পরচুলা পরা অভিযুক্ত যুবককে। তাঁকে চিৎকার করে ফরাসি ভাষায় কিছু বলতে শোনা যায়। তাঁর কথায়, “কিছু মানুষ পৃথিবীকে ধ্বংস করতে চাইছে। পৃথিবীর এমন পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করুন।” যদিও এখনও পর্যন্ত জানা যায়নি তিনি ঠিক কী উদ্দেশ্যে এমন কাজ করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে সে কীভাবে কেক নিয়ে মিউজিয়ামে ঢুকে পড়ল তা নিয়েও তৈরি হয়েছে ধন্দ।
উল্লেখ্য, মোনালিসার উপর আক্রমণ এই প্রথম নয়। এর আগে ১৯৫৬ সালে মোনালিসা চিত্রটির নিচের অংশে অ্যাসিড ছুঁড়েছিল জনৈক ব্যক্তি। ওই ঘটনায় ছবিটির নীচের অংশের কিছু ক্ষতি হয়। এর পরেই ছবিটিকে বুলেট প্রুফ কাচে ফ্রেমের ভিতরে রাখা হয়। রবিবার তার উপরেই কেক মাখিয়ে দেন ছদ্মবেশী যুবক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.