Advertisement
Advertisement
Private part

OMG! অণ্ডকোষ বেজেই চলেছে বাঁশির মতো! আজব অসুখে চরম বিপাকে বৃদ্ধ

বিশ্বে তিনিই প্রথম এমন অসুখে আক্রান্ত হলেন।

A man complained of a hissing noise escaping his private part in Ohio। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 3, 2022 3:05 pm
  • Updated:July 3, 2022 3:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনও হয়! আমেরিকার (US) ওহাইয়ো শহরের বাসিন্দা এক ৭২ বছরের বৃদ্ধ হঠাৎই আবিষ্কার করেন, তাঁর অণ্ডকোষ থেকে বের হচ্ছে বাঁশির মতো শব্দ। জানা গিয়েছে ওই বৃদ্ধ যে শারীরিক অবস্থার সম্মুখীন তার নাম ‘হুইসলিং স্ক্রোটাম’। যা দেখে বিস্মিত চিকিৎসকরা। বিশ্বে তিনিই প্রথম এমন অসুখে আক্রান্ত হলেন। স্বাভাবিক ভাবেই এমন বিচিত্র শারীরিক সমস্যার খবরে চমকে উঠেছে নেটদুনিয়া। প্রশ্ন উঠছে, কী করে এই অবস্থা হল ওই বৃদ্ধের?

এক মার্কিন জার্নালে প্রকাশিত হয়েছে কেস রিপোর্টটি। যা থেকে জানা যাচ্ছে, ওই বৃদ্ধ শুনতে পেয়েছিলেন তাঁর অণ্ডকোষ থেকে বাঁশির মতো শব্দ বের হয়ে চলেছে। সেই সঙ্গে শ্বাসকষ্টও হচ্ছে তাঁর। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পরে দেখা যায়, তাঁর ফুসফুসের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। এক্স রে করে দেখা গিয়েছে বুকে জমেছে বাতাস। কেবল বুকই নয়, শরীরের সর্বত্রই বায়ু রয়েছে। তার ফলে চাপ পড়ছে ফুসফুসেও। আর সেই চাপ ক্রমেই বাড়ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘নূপুর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মৌখিক, ওটা রায় নয়’, সাফাই কেন্দ্রীয় আইনমন্ত্রীর]

এরপর দেখা যায়, তাঁর বাঁদিকের অণ্ডকোষে খোলা ক্ষত রয়েছে। সেখান থেকেই বায়ু বেরিয়ে যাচ্ছে। পাঁচ মাস আগে অণ্ডকোষ (Scrotum) ফুলে যাওয়ার অসুখের কারণে তাঁর অপারেশন হয়েছিল। দেখা গিয়েছে, তাঁর মুখ ফুলে গিয়েছে বাতাসে। নিশ্বাসের কষ্টও সেই কারণেই হচ্ছে। তাঁকে অস্বস্তি থেকে রেহাই দিতে দু’টি প্লাস্টিক টিউব লাগিয়ে তার সাহায্যে বাতাস বের করে দেওয়া হয়। প্রাথমিক ভাবে তিনি সুস্থও হয়ে যান। দেখা যায়, ফুসফুস এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু বিড়ম্বনার তখনও বাকি ছিল।

পরে দেখা যায়, বৃদ্ধের অণ্ডকোষ থেকে বাতাস বেরিয়েই চলেছে। তাঁর শারীরিক অবস্থা ফের খারাপ হতে থাকে। অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই বৃদ্ধকে। উপায়ান্তর না দেখে তাঁর দু’টি অণ্ডকোষই বাদ দিয়ে দেন তাঁরা। এখন ওই বৃদ্ধ অনেকটাই সুস্থ। চিকিৎসকরা জানাচ্ছে, এই ধরনের সমস্যায় সঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে রোগীর মৃত্যুও হতে পারে। কিন্তু তাঁরা এটা এখনও নির্ধারণ করতে পারেননি কী করে ওই ভাবে বাতাস জমে গেল বৃদ্ধের শরীরে। কেনই বা ফুসফুস সুস্থ হওয়ার পরও অণ্ডকোষ থেকে বাতাস বেরিয়ে যাচ্ছিল।

[আরও পড়ুন: দেশে একদিনে করোনার কবলে ১৬ হাজারের বেশি মানুষ, চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement