Advertisement
Advertisement

Breaking News

dowry

পণে বাইক চেয়েছিল ছেলে, বিয়ের মণ্ডপেই পুত্রকে জুতোপেটা করলেন বাবা, কুর্নিশ নেটদুনিয়ার

ভাইরাল ভিডিও দেখে ভীষণ খুশি নেটিজেনরা।

A Groom hit with slippers by father for demanding bike in dowry | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 11, 2023 5:12 pm
  • Updated:May 12, 2023 6:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজ এগোয় কীভাবে? পূর্বপ্রজন্ম শিক্ষা দেয় উত্তরপ্রজন্মকে। কেবল জ্ঞানের কথা না, হাতে গরম কাজের মাধ্যমে। তেমনই এক ভাল ঘটনার সাক্ষী হল নেটদুনিয়া। মেয়েপক্ষের কাছে পণ চাওয়ায় বিয়ের আসরেই রেগে অগ্নিশর্মা হন পাত্রের বাবা। এরপর সকলের সামনে ছেলেকে জুতোপেটা করেন তিনি। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আলোঝলমলে বিয়ের মণ্ডপ। চারপাশে আত্মীয়স্বজনের ভিড়। তার মধ্যে বরবেশে দাঁড়িয়ে যুবক। আচমকা সেখানে হাজির হন পাত্রের বাবা। এসেই পাত্রের কলার চেপে ধরনে তিনি। সঙ্গে উত্তেজিত হয়ে কিছু বলতে থাকেন। এরপরই পায়ের জুতো খুলে পেটাতে থাকেন ছেলেকে। স্থান-কাল-পাত্রের হুঁশ ছিল না তাঁর। উলটো পক্ষে কোনও মতে সেই শাসন থেকে বাঁচার চেষ্টা করছিলেন যুবক।

Advertisement

[আরও পড়ুন: কর্ণাটকের ‘সার্বভৌমত্ব’ নিয়ে মন্তব্যই করেননি সোনিয়া, টুইট ডিলিট করে দাবি কংগ্রেসের]

জানা গিয়েছে, পণে মোটরবাইক চেয়েছিলেন ছেলে। তা জানার পরেই ভয়ংকর রেগে যান পাত্রের বাবা। এরপরেই বিয়ের আসরে তাঁকে জুতোপেটা করেন। ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “তুমি আমার বৌমাকে বাড়ি নিয়ে চলো। আমি তোমাকে চাষের জমি বেচে বাইক কিনে দেব।’’ আরও বলেন, “বৌমাকে সুখে রাখবে। বৌমার উপর অত্যাচার করলে দেখে নিয়ো আমার চেয়ে খারাপ কেউ হবে না। সাবধান!”

[আরও পড়ুন: এক্সিট পোলে এগিয়ে কংগ্রেস, কর্ণাটকের ফল নিয়ে কী বলছে দেশের সেরা সাট্টা বাজারগুলি?]

পণ চাওয়ায় যেভাবে পুত্রকে শাসন করেছেন একজন পিতা, তার প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। অধিকাংশই ভাইরাল ভিডিও দেখে যারপরনাই খুশি। তাঁরা বলছেন, পণের অভিশাপ কাটাতে এদেশের প্রত্যেক বাড়িতে এমন বাবাই দরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement