Advertisement
Advertisement
Money Heist Season 5

এমন বসও হয়? ‘Money Heist Season 5’ দেখার জন্য কর্মীদের ছুটি ঘোষণা সংস্থার

জানেন কোন সংস্থার কর্মীরা ছুটি পাবেন?

A firm based in Jaipur given an off to all its employees to binge-watch Money Heist Season 5 । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 1, 2021 3:32 pm
  • Updated:September 1, 2021 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছে জোর কাউন্টডাউন। কী ভাবছেন দুর্গাপুজোর কথা বলছি? মোটেও না। আপনি ওয়েব সিরিজ প্রেমী হলে কেন কাউন্টডাউনের কথা বলছি, তা বুঝতে বিশেষ বেগ পেতে হবে না। কারণ, আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসছে বহু প্রতীক্ষিত ‘মানি হেইস্ট সিজন ৫’ (Money Heist Season 5)। আর তা নিয়ে অনুরাগীদের উত্তেজনার পারদ কম নয়। সেকথা মাথায় রেখে রাজস্থানের জয়পুরের এক বেসরকারি সংস্থা যা সিদ্ধান্ত নিল, তা জানলে আপনি অবাক হতে বাধ্য।

Money-Heist season 5

Advertisement

‘ভার্ভলজিক’ নামে ওই সংস্থার সিইও অভিষেক জৈন। তিনি গত ২৬ আগস্ট কর্মীদের উদ্দেশে একটি চিঠি লেখেন। ওই চিঠির শুরু থেকেই যেন চমকে ভরা। চিঠির বিষয় হিসাবে উল্লেখ করা হয়েছে “নেটফ্লিক্স অ্যান্ড চিল হলিডে”। চিঠিতে রয়েছে আরও চমক। সিইও লিখেছেন, “আগামী ৩ সেপ্টেম্বর ‘মানি হেইস্ট সিজন ৫’ নেটফ্লিক্সে (Netflix) আসছে। আমরা চাই না ওইদিন অনুপস্থিতি সংক্রান্ত একের পর এক ই-মেল আসুক কিংবা অফিসের বেশিরভাগ আসন ফাঁকা থাকুক বা কেউ অকারণেই ফোন সুইচড অফ করে রাখুন। আমরা জানি কাজে উৎসাহের জন্য ‘চিল মোমেন্টে’র প্রয়োজন। তাই আর দেরি কীসের? পপকর্ন খান, সোফায় গা এলিয়ে দিন। আর মজায় দেখুন ‘মানি হেইস্ট’ সিজন ৫। সে কারণেই আমরা সকল কর্মীকে ওইদিন ছুটি দিচ্ছি।”

Money-Heist

[আরও পড়ুন: Viral Video: সে কী! সিলিং থেকে ঝুলছে কিশোরীর মাথা! ব্যাপারটা কী?]

এছাড়া ওই চিঠির মাধ্যমে কর্মীদের প্রশংসাও করেছেন সিইও (CEO)। যেভাবে অতিমারী আবহে হালফিলের ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) করেছেন, সেই উৎসাহ এবং উদ্যমের প্রশংসা করেছেন তিনি। কঠিন পরিশ্রমের পর সামান্য বিরতি প্রয়োজন বলেও জানিয়েছেন খোদ সিইও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VerveLogic (@vervelogicin)

প্রিয় ‘প্রফেসরে’র কী হল, ‘লিসবন’ই বা কী করবে, তা জানতে আগ্রহ সকলের চরমে। তবে সপ্তাহের মাঝখানে অফিস বন্ধ রেখে ওয়েব সিরিজ (Web Series) দেখার কথা ভাবতেও পারেন না বহু কর্মজীবী। রাতের ঘুম ফাঁকি দিয়ে কিংবা যাতায়াতের পথেই ওয়েব সিরিজ দেখেন বেশিরভাগ অফিসযাত্রী। এই পরিস্থিতিতে জয়পুরের সংস্থার সিইও’র ছুটি ঘোষণার নোটিস নেটমাধ্যমে ভাইরাল হওয়া শুধুই যে সময়ের অপেক্ষা ছিল তা নতুন করে বলার কিছু নেই। অফিসের বসের জ্বালায় তিতিবিরক্ত নেটিজেনরা কিন্তু জয়পুরের (Jaipur) সংস্থার সিইও’র প্রশংসায় পঞ্চমুখ।

Money-Heist

[আরও পড়ুন: সিঙ্গল মাদার নুসরত সাহসিনী! পুরুষ বলেই কি ‘যশ’হীন যশ?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement