Advertisement
Advertisement
A death certificate sparks controversy in social media

‘মৃত্যুর উন্নতি সাফল্য কামনা করি’, ভাইরাল ডেথ সার্টিফিকেট নিয়ে নেটদুনিয়ায় হাসির রোল

ডেথ সার্টিফিকেট সই রয়েছে মেদিনীপুর সদর ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েত প্রধানের।

A death certificate sparks controversy in social media । Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:April 7, 2023 7:07 pm
  • Updated:April 7, 2023 7:10 pm

সম্যক খান, মেদিনীপুর: ডেথ সার্টিফিকেটে “মৃত্যুর উন্নতি সাফল‌্য কামনা”। যা নিয়ে হইচই নেটদুনিয়ায়। বিতর্কিত এই সার্টিফিকেটটি ইস‌্যু হয়েছে মেদিনীপুর সদর ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েত থেকে। আর ডেথ সার্টিফিকেটে সই আছে খোদ প্রধানের। স‌োশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উঠেছে হাসির রোল। নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। যদিও এবিষয়ে জানতে চেয়ে বারবার প্রধান ভারতী সিংকে ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

বিতর্কিত ওই ডেথ সার্টিফিকেটটি গত ৩ ফেব্রুয়ারি ইস‌্যু করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, “এই মর্মে শংসাপত্র প্রদান করা যায় যে স্বর্গীয় তারকনাথ দোলই, পিতা লালু দোলই, গ্রাম সিজুয়া, পোষ্ট অফিস জাগুল, থানা কোতয়ালি, পশ্চিম মেদিনীপুর অত্র গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি গত ০১.১২.২০২২ তারিখে মারা যান। বর্তমানে উনি মৃত। আমি উক্ত ব‌্যক্তিকে জানি ও চিনি। ওনার মৃত‌্যুর উন্নতি সাফল‌্য কামনা করি।”

Advertisement

Death Certificate

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে না জানিয়েই পার্কিং ফি বৃদ্ধি! ফিরহাদকে সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ, জানালেন কুণাল]

শেষ লাইনটি নিয়েই যত বিতর্ক দেখা দিয়েছে। বিজেপি নেতা অরূপ দাস বলেন, “এটাই তৃণমূলের সংস্কৃতি। মানুষের মৃত্যু হলে তাঁর ডেথ সার্টিফিকেটও ঠিকঠাক দিতে জানে না।” এবিষয়ে প্রধান মুখ খোলেননি। সাফাই দিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি মুকুল সামন্ত। তিনি বলেন, “প্রধান ওই ডেথ সার্টিফিকেট নিজে লেখেননি। কেউ লিখে তাঁকে দিয়ে সই করিয়েছেন। তবে একবার পড়ে নিয়ে তারপর সই করা দরকার ছিল।” তাঁর সাফাই, “কাজ করলে এধরনের ভুলভ্রান্তি হতেই পারে। গঠনমূলক সমালোচনা ভাল। তবে বিজেপির মুখে সমালোচনা মানায় না।” রাজনৈতিক কচকচানির ঊর্ধ্বে গিয়ে নেটিজেনরা অবশ্য ডেথ সার্টিফিকেটকে হাসির খোরাক হিসাবে দেখছেন।

[আরও পড়ুন: রাজ্যকে অন্ধকারে রেখে নির্দেশ! রাজভবনের চিঠি প্রত্যাহারের দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্যর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement