Advertisement
Advertisement
Bermuda Triangle

রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গল ভ্রমণ করাচ্ছে ক্রুজ সংস্থা, জাহাজ উধাও হলেই টাকা ফেরত!

'ডেভিল ট্রায়াঙ্গল' ভ্রমণের টিকিটের দাম কত জানেন?

A Bermuda Triangle cruise offers guests full refund if the ship disappears | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 28, 2022 2:26 pm
  • Updated:May 28, 2022 2:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারমুডা ট্রায়াঙ্গল (Bermuda Triangle) এক রহস্যের নাম। তাকে ঘিরে রয়েছে হাজারও কাহিনি। বহু জাহাজ, বিমান নাকি সেখানে নিখোঁজ হয়েছে! ভয় মেশানো জায়গাটি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এবার সেই কৌতূহলকে পুঁজি করে অভিনব অ্যাডভেঞ্চার ভ্রমণের অফার নিয়ে এল একটি ক্রুজ সংস্থা। তারা ‘বিপজ্জনক’ বারমুডা ট্রায়াঙ্গলে ঘুরতে নিয়ে যাবে আগ্রহীদের। তবে সঙ্গে জানানো হয়েছে, ‘ডেভিল ট্রায়াঙ্গলে’ যদি সংস্থার জাহাজ উধাও হয়, তবে টিকিটের পুরো দাম ফেরত দেওয়া হবে।

আশ্চর্য অফার নিয়ে এসেছে ক্রুজ সংস্থা নরওয়েজিয়ান প্রাইমা লাইনার (Norwegian Prima liner)। সংস্থার তরফে জানানো হয়েছে, দু’দিনের এই সফরের মজা নিতে যাত্রীদের মাথাপিছু খরচ পড়বে ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা। যাত্রীদের আস্বস্তও করেছে প্রাইমা লাইনার। তারা জানিয়েছে, বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে যাওয়ার কোনও ভয় নেই। নিরাপদেই থাকবেন সকলে। বরং উপভোগ করবেন অন্যরকম ভ্রমণ। সংস্থাটি যাত্রীদের সুস্থ ভাবে ঘরে ফেরার ১০০ শতাংশ গ্যারান্টি দিয়েছে। তথাপি তারা জানিয়েছে, জাহাজ যদি নেহাতই নিখোঁজ হয়ে যায়, তবে টিকিটের পুরো খরচ ফেরত দেওয়া হবে। প্রশ্ন উঠছে, জাহাজ নিখোঁজ হলে যাত্রীও তো নিখোঁজ হবেন। সেক্ষেত্রে কাকে পয়সা ফেরত দেবে সংস্থাটি? এর উত্তর অবশ্য দেয়নি সংস্থা।

Advertisement

[আরও পড়ুন: আগামীদের আদর্শ, ১৩ বছরের শিক্ষকতার জীবনে কখনও ছুটি নেননি এই শিক্ষিকা]

আটলান্টিক মহাসাগরে (Atlantic Ocean) আমেরিকার দক্ষিণ-পূর্ব উপকূলে বারমুডা, ফ্লোরিডা এবং পুয়ের্তো রিকোর মাঝামাঝি জায়গা বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত। ৫ লক্ষ স্কয়ার মাইল জুড়ে বিস্তৃত এলাকাটি। ওই এলাকায় একাধিক জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার ঘটনাগুলির কারণ অজানা থেকে যাওয়াতে ক্রমশ তা নিয়ে রহস্য গাঢ় হয়েছে। এর মধ্যে ২০১৭ সালে এক অস্ট্রেলিয়ান বিজ্ঞানী কার্লস ক্রুসজেলনিকি (Karl Kruszelnicki) দাবি করেন, বারমুডা ট্রায়াঙ্গলে আদৌ কোনও রহস্য নেই। মানুষের ভুল আর খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

[আরও পড়ুন: ‘অনুপ্রেরণা’ কেজিএফ ছবির রকি ভাই! টানা ধূমপান করে হাসপাতালে কিশোর]

মনে করা হচ্ছে, বিজ্ঞানীর বক্তব্যের পরেও যাঁরা আটলান্টিক মহাসাগরের ওই জলাংশ নিয়ে ভিত, ক্রুজ সংস্থা নরওয়েজিয়ান প্রাইমা লাইনারের অভিনব ভ্রমণ হয়তো তাদের জন্য বিশ্বাসযোগ্য বার্তা বয়ে আনবে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement