সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দশকে কোনও পুরুষ সঙ্গীর সঙ্গে মিলন হয়নি। তা সত্ত্বেও সাতটি ডিম পাড়ল ৬২ বছরের এক বৃদ্ধ পাইথন। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে আমেরিকার (America) মিসৌরির সেন্ট লুইস চিড়িয়াখানায়।
জানা গিয়েছে, এই পাইথনটি বল পাইথন (Python) প্রজাতির। বয়স ৬২ বছর। চিড়িয়াখানায় আরেকটি ৩১ বছর বয়সি পুরুষ বল পাইথন থাকলেও, সেখানকার কর্মীরা জানান এই স্ত্রী পাইথনটির সঙ্গে গত দু’দশকে কোনও পুরুষ সঙ্গীর মিলন ঘটেনি। আর তাই কীভাবে ডিম পাড়ল সেটি? সেটাই প্রশ্ন অনেকের মনে। এখানেই শেষ নয়, এত বৃদ্ধ বয়সে কোনও পাইথনের ডিম পাড়ার বিষয়টিও বিরল। বল পাইথন সাধারণত ষাট বছরের অনেক আগেই যৌন মিলন বা সন্তান ধারণের ক্ষমতা হারায়। ওই চিড়িখানার হারপিটোলজি বিভাগের ম্যানেজার মার্ক ওয়ানের জানান, ‘‘এই পাইথনটিই সম্ভবত সবচেয়ে বৃদ্ধ সাপ, যে এই বয়সে ডিম পাড়ার রেকর্ড করেছে। তবে ওই সাপটি অন্তত দু’দশক কোনও পুরুষ সাপের সংস্পর্শে আসেনি।’’
তাহলে কী করে এমন অসাধ্য সাধন সম্ভব হল? এই প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় বলে, অ্যাসেক্সুয়াল ফার্টিলাইজেশন। অর্থাৎ এই প্রক্রিয়ায় সন্তানের জন্ম দিতে স্ত্রী–পুরুষের মিলনের প্রয়োজন হয় না। প্রাথমিকভাবে ধারণা, এই স্ত্রী বল পাইথনটি তাঁর শরীরের মধ্যে শুক্রাণু সঞ্চয় করে রেখেছিল। আর সে শুক্রাণুর সাহায্যেই ডিম্বানুগুলোকে নিষিক্ত করেছে সে। সাতটি ডিমের দু’টি ইতিমধ্যে নষ্ট হয়ে গেলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষ তিনটি ডিম ইনকিউবেটরে রেখেছে। বাকি দু’টি ডিম জেনেটিক স্যাম্পলিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমেই আসল সত্যিটা সামনে আসবে।
On 7/23, something incredible happened at the Herpetarium — a ball python laid eggs! This particular female snake is over 50 years old (the oldest snake documented in a Zoo) & has not been with a male in over 15 years!
Read more: https://t.co/GkAEsRD5iZ pic.twitter.com/oeHI9OURZY
— Saint Louis Zoo (@stlzoo) September 8, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.