Advertisement
Advertisement

এই না হলে ভোলবদল! শার্ট-লুঙ্গির অভ্যাস ছেড়ে স্যুট পরে মডেল হলেন ৬০ বছরের দিনমজুর

ইতিমধ্যেই প্রথম কাজ পেয়ে গিয়েছেন ৬০ বছরের এই মডেল।

60-year-old homeless man turns model | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 15, 2022 5:21 pm
  • Updated:February 15, 2022 10:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিলেন দিনমজুর, হলেন মডেল। পোশাক ও রূপসজ্জার সামান্য পরিবর্তনেই ভোল পালটে গেল কেরলের (Kerala) দিনমজুরের। ষাট বছর বয়সে মডেল হয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। 

Labourer turned Model

Advertisement

ষাট বছরের এই ‘সুপার কুল’ মডেলের নাম মাম্মিকা। কেরলের কোঝিকোড়ের বাসিন্দা তিনি। সেখানেই দিনমজুরের কাজ করতেন। প্রতিদিন শার্ট আর লুঙ্গি পরেই কাজে বেরিয়ে যেতেন। পরিশ্রম যতোই হোক মাম্মিকার মুখে লেগে থাকত হাসি। এই আরও দীর্ঘ হল স্থানীয় এক ফটোগ্রাফার শারিক ভায়ালিলের (Shareek Vayalil) সৌজন্যে। তার জহুরী চোখই মাম্মিকার প্রতিভাকে চিনে ফেলে। 

Labourer turned Model 1

শুধু একটু মেকওভারের প্রয়োজন ছিল। তা করতে খুব বেগ পেতে হয়নি। হেয়ার কাট, রুপসজ্জা আর দামি পোশাক পরিয়ে দিতেই কেল্লাফতে। এক্কেবারে পোক্ত মডেল হয়ে ক্যামেরার সামনে হাজির ষাট বছরের ‘ইয়াং ম্যান’।

[আরও পড়ুন: ‘আর হয়তো ডাকবে না’, ৫ ঘণ্টা সিবিআই দপ্তরে জেরার শেষে মন্তব্য দেবের]

ইতিমধ্যেই মডেল হিসেবে প্রথম কাজ পেয়ে গিয়েছেন মাম্মিকা। স্থানীয় একটি বিপণি সংস্থার হয়ে কাজ করেছেন তিনি। সেই ছবিও শারিক তুলেছেন। মাম্মিকার এই ভোলবদলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন ফটোগ্রাফার। যা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। বেশিরভাগই তাঁর নতুন লুকের প্রশংসা করেছেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shareek Vayalil Shk 📸 (@shk_digital)

ষাট বছর বয়সে এসে যে নতুন করে জীবন শুরু করতে পারবেন, তা কখনও কল্পনাও করতে পারেননি মাম্মিকা। নিজের এই সাফল্যের জন্য ফটোগ্রাফার শারিকের কাছে কৃতজ্ঞ তিনি। নতুন এই পেশায় খুশি মাম্মিকা। কিন্তু নিজের পুরনো পেশা ছাড়তে চান না। দু’টি কাজই সমানতালে করে যেতে চান তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shareek Vayalil Shk 📸 (@shk_digital)

[আরও পড়ুন: হৃতিকের প্রেমিকা সাবা আজাদের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন স্ত্রী সুজান, কী বললেন তিনি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement