সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটরা দুষ্টুমি করলে শাস্তি দেয় বড়রা, বড়দের দুষ্টুমির শাস্তি কে দেবে? যারা ‘ভারত ভেঙে ভাগ করে’, যাদের জন্য ইউক্রেন-রাশিয়া যুদ্ধ (Ukraine-Russia War) হয়, মানুষ মরে, তাদেরকে নিয়ে নিশ্চয় ছোটদের মনে বড় দোলাচাল হয়, ক্ষতি হয় শৈশবের! অবশ্য এত ভাবার সময় নেই যুদ্ধবাজ বড়দের। তাই বলে খুদেরা তো চুপ করে থাকতে পারে না, ফলে কানাডার পাঁচ বছরের লিয়াম মুর (Liam Moore) ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একটি ফান্ড গড়ে ফেলেছে।
লিয়াম কানাডার সেন্ট পল’স ক্যাথলিক এলিমেন্টারি স্কুলের কিন্ডারগার্টেনের ছাত্র। এত ছোট হলে কী হবে বড়রা এমন কাণ্ড শুরু করেছে যে তার খবর ছোট্ট লিয়ামও পেয়ে গিয়েছে। সে অনুভব করে, যুদ্ধবিধ্বস্ত দেশে তার মতো ছোটরা এখন কতখানি খারাপ আছে। একথা ভেবেই ইউক্রেনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটি তহবিল গঠন করার সিদ্ধান্ত নেয় সে। শুরুতেই নিজের পিগি ব্যাংকে জমানো ২০ ডলার তহবিলে দান করে সে। টাকার পরিমাণ অতি সামান্য, তবু লিয়ামের এই উদ্যোগে চমকেছে সকলে, পুঁচকের কাজের প্রশংসা করছে গোটা বিশ্ব। কারণ সে শুধু নিজে টাকা দিয়েই ক্ষান্ত হয়নি। এইসঙ্গে স্কুলের বন্ধুদের থেকে অর্থসংগ্রহ শুরু করে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে।
লিয়ামের প্রাথমিক লক্ষ্য ছিল ফান্ডে ৫০০ ডলার সংগ্রহ এবং তা ইউক্রেনে পাঠানো। যদিও লিয়াম ও তার বন্ধুদের উদ্যোগে ইতিমধ্যে ২০০০ ডলার সংগ্রহ করা গিয়েছে। স্বভাবতই এমন ছেলেকে নিয়ে গর্বিত মা। তিনি বলেছেন, “ও খুব উৎসাহের সঙ্গে কাজটা শুরু করেছে। অসহায়দের সাহায্য করতে চায়। আমরা যেমন একটা নিরাপদ জায়গায় আছি, ও চায় ইউক্রেনের মানুষও এমন নিরাপদ জায়গা ফিরে পাক।”
বয়সে কিছু বড় লিয়ামের এক বন্ধু বলে, “ওর কাজ জানার পরে গোটা ক্লাস হাততালি দিয়ে ওকে কুর্নিশ জানিয়েছিল। পাঁচ বছরের একটা ছেলে এত সংবেদনশীল, বুঝতে পেরেছে অসহায়দের সাহায্য প্রয়োজন।” লিয়াম অবশ্য কিছু বলতে চায়নি। সে কেবল দূর দেশের বন্ধুদের পাশে দাঁড়াতে পেরেই বেজায় খুশি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.