Advertisement
Advertisement

একটি গরুর পাঁচটি পা! বিরল ঘটনায় শোরগোল গোটা গ্রামে

গরুটি এখন হয়ে উঠেছে টক অফ দ্য টাউন৷

5 legged cow spotted in Bangladesh
Published by: Sayani Sen
  • Posted:January 24, 2019 9:24 pm
  • Updated:January 24, 2019 9:24 pm  

সুকুমার সরকার, ঢাকা: গরুর চার পা।  এটা নতুন করে কিছুই বলার নেই৷ ছোটবেলা থেকেই প্রত্যেকে তাই শেখে৷ স্কুলে পড়ার সময় রচনাও সবাই লিখেছি৷ গরুর দুটি কান, দুটি শিং এবং চারটে পা। কিন্তু একটি গরুর পা যদি হয় পাঁচটা, তবে কেমন হবে? নিশ্চয় অলৌকিক মনে হবে। কিন্তু বাস্তবে এবার দেখা মিলল পাঁচ পা বিশিষ্ট গরুর। পাঁচ পা বিশিষ্ট এই গরুর দেখা মিলেছে সুন্দরবন সংলগ্ন দেশের দক্ষিণ জনপদ জেলা সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙা-রায়টা গ্রামে 

[হাসিনার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে জালিয়াতি, গ্রেপ্তার পাঁচ]

ওই গরুটির মোট পাঁচটি পা৷ তার পাঁচ নম্বর পা-টি উৎপত্তি হয়েছে ডান পাশের পেটের উপর মেরুদণ্ড থেকে। একটি পার্কের মধ্যে গাছের সঙ্গে পাঁচ পা গরুটি বেঁধে রাখা রয়েছে। পার্কের  মালিকের স্ত্রী বিউটি জানিয়েছেন, গরুটির পাঁচ পা হওয়ার কারণে তারা কিনে এনে পার্কে রেখেছেন। পার্কে দশনার্থীদের চমকে দেওয়ার জন্য যথেষ্ট৷ তাই গরুটি পার্কের মিনি চিড়িয়াখানায় স্থান পেয়েছে। বিষয়টি দর্শনার্থীদের কাছে অবাক করার মতোই। বেশিরভাগ দশনার্থীই গরুটিকে দেখে তাজ্জব হয়ে গিয়েছেন৷ হাতে ক্যামেরা রয়েছে অথচ এমন ছবি ফ্রেমবন্দি করবেন না তা আবার হয় নাকি? তাই তো ক্যামেরায় সেই ছবি তুলেও রেখেছেন অনেকেই। বিরলতম এই ঘটনাই যেন এখন হয়ে উঠেছে টক অফ দ্য টাউন৷ 

Advertisement

[ফেসবুকে শেখ হাসিনার বিকৃত ছবি, আটক মাদ্রাসা শিক্ষক]

চার পায়ের পরিবর্তে গরুটির পাঁচ পা অবাক করেছে পশু চিকিৎসকদেরও৷ কী কারণে গরুটির পাঁচটি পা রয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখার ভাবনাচিন্তা করছেন তাঁরা৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement