Advertisement
Advertisement
Uttar Pradesh

গর্ভবতী ১৪ দিনের শিশু! অস্ত্রোপচারে মিলল তিনটি ভ্রুণ, চমকে গেলেন চিকিৎসকরাও

অসুস্থ হয়ে পড়ায় ১৪ দিনের সন্তানকে হাসপাতালে নিয়ে আসেন বাবা-মা।

3 foetus found in the stomach of 14 days old child of Uttar Pradesh | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Kishore Ghosh
  • Posted:April 11, 2023 4:14 pm
  • Updated:April 11, 2023 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশ্চর্য কাণ্ডে হতবাক চিকিৎসকরাও। এ কী করে সম্ভব? ১৪ দিনের শিশু অন্তঃসত্ত্বা! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীর ঘটনা। দুই সপ্তাহ বয়সি ওই শিশুটি আচমকা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। পরীক্ষা করে চিকিৎসকরা দেখেন শিশুর গর্ভে রয়েছে তিনটি ভ্রুণ। অস্ত্রোপচার করে সেই ভ্রুণ বার করা হয়। আপাতত সুস্থ আছে শিশুটি।

বারাণসীর সুন্দরলাল হাসপাতালে অস্ত্রোপচার হয় শিশুটির। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে মউ জেলার এক দম্পতি তাঁদের ১৪ দিনের সন্তানকে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি শ্বাসকষ্ট এবং অ্যালার্জির সমস্যায় ভুগছিল। তথাপি ঠিক কী কারণে এই অসুস্থতা তা প্রথমে ধরা পড়ছিল না। এরপরেই আলট্রাসাউন্ড এবং সিটি স্ক্যান করানো হয়। তখনই ধরা পড়ে শিশুর গর্ভে তিনটি ভ্রুণ রয়েছে। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

Advertisement

[আরও পড়ুন: কৃষকের সন্তানকে বিয়ে করলেই মেয়েদের ২ লক্ষ টাকা, কর্ণাটকে অভিনব প্রতিশ্রুতি কুমারস্বামীর]

৭ জন চিকিৎসকের তত্ত্বাবধানে নির্বিঘ্নে সম্পন্ন হয় অস্ত্রোপচার পর্ব। জন্মের সময় শিশুটির ওজন ছিল ৩ কেজি ৩০০ গ্রাম। অস্ত্রোপচার করে ভ্রূণ বার করার পর শিশুর ওজন হয় ২ কেজি ৮০০ গ্রাম। কিন্তু প্রশ্ন হল, ১৪ দিনের শিশুর পেটে ভ্রুণ এল কোথা থেকে? বারাণসীর সুন্দরলাল হাসপাতালে চিকিৎসক শোত কচ্ছপ জানিয়েছেন, এই তিনটি ভ্রুণ শিশুটির মায়ের। কোনওভাবে তা শিশুর পেটে চলে যায়। চিকিৎসকদের বক্তব্য, এই ধরনের ঘটনা বিরল হলেও কোনও কোনও ক্ষেত্রে ঘটে থাকে। ৫ লক্ষ শিশুদের মধ্যে এক জনের হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement